হলদিবাড়িতে পেটের অসুখ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
খেজুরি ২ ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের হলুদবাড়ি, কেশবচক, নরসুল্লাচক-সহ আশপাশের এলাকায় পেটের অসুখে আক্রান্ত হয়েছেন অনেকে। গুরুতর অসুস্থ অবস্থায় ৩ জন কামারদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। বাকিদের গ্রামেই চিকিৎসা চলছে। খেজুরি ২ ব্লক উন্নয়ন আধিকারিক জগন্নাথ ভড় জানান, গত সোমবার স্থানীয় তিন বাসিন্দা অসুস্থ হয়ে কামারদা হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার আরও বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে এক প্রতিনিধিদল এলাকায় গিয়ে প্রয়োজনীয় ওষুধপত্র বিলি করেন। পানীয় জল থেকেই পেটের রোগ ছড়িয়েছে বলে মনে করছে স্বাস্থ্য দফতর। এলাকায় চুন, ব্লিচিং পাউডার ছড়ানো ছাড়াও হ্যালোজেন ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।
|
অচেনা ব্যক্তির কাছ থেকে বিস্কুট খেয়েছিল এক ছাত্র। তার পরেই ক্রমাগত বমি শুরু হয় তার। পরে হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার, বিষ্ণুপুর থানার নেপালগঞ্জে। মৃতের নাম রাকেশ বাগি (১২)। বাড়ি হরিদেবপুর থানার কবরডাঙা এলাকায়। সে জুলপিয়ার একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। সকালে স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সে। প্রথমে তাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাকেশকে মৃত ঘোষণা করেন। তার আগে রাকেশ শিক্ষকদের জানিয়েছিল, বাসে এক জন তাকে বিস্কুট দেয়। তা খেয়েই অসুস্থ বোধ করছিল সে। রাকেশের বাবা দিলীপ সিংহ পেশায় রিকশা চালক। রাকেশ দিলীপের দত্তক সন্তান বলেও দাবি পুলিশের। ঘটনার পরে স্থানীয়েরা স্কুলে ভাঙচুর করেন। শিক্ষকদেরও মারধর করা হয় বলে অভিযোগ। |