রামপুরহাট স্টেশনে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগ |
ফের গণধর্ষণের শিকার হল দুই তরুণী। আজ ভোর রাতের দিকে রামপুরহাট স্টেশনে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, এই দুই তরুণী ঝাড়খণ্ডের বাসিন্দা। একজনের বয়স ২৪ ও অন্যজনের ২২। তারা পুলিশকে জানিয়েছে, গরমের ছুটি কাটাতে বর্ধমানে মাসির বাড়িতে গিয়েছিল। গতকাল রাতে বর্ধমান থেকে ট্রেনে চাপে। রাত ২.৩০ থেকে ৩টের মধ্যে রামপুরহাট স্টেশনে নেমে টিকিট কাউন্টারের সামনে বসে অপেক্ষা করছিল। কারণ সেখান থেকে সকালে দুমকা যাওয়ার জন্য বাস ধরার কথা ছিল। সেই সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক তাদের উপর চড়াও হয়। একজনকে ধর্ষণ করে ও অন্যজনের শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওই দুই তরুণীর। তারা আরও জানিয়েছে, অত রাত্রে স্টেশন চত্বরে লোক না থাকায় তারা চিত্কার করায় কেউই এগিয়ে আসেনি। স্টেশন লাগোয়া রাস্তা দিয়ে পুলিশের টহলদারি ভ্যানের আওয়াজে ওই দুষ্কৃতীরা পালায়। পুলিশ এসে দুই তরুণীকে উদ্ধার করে রামপুরহাট থানায় নিয়ে যায়। মেডিক্যাল পরীক্ষার জন্য পরে তাদের রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ দিকে, এই ঘটনার জন্য একজনকে আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। তরুণীদের বয়ান অনুযায়ী অভিযুক্তদের স্কেচ তৈরি করেছে রামপুরহাট থানার পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে অতিরিক্ত পুলিশ সুপার। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
|
মেডিক্যাল কলেজের আউটডোরে বিস্ফোরণ, আহত ১ |
আজ সকাল ৮.৩০ নাগাদ ন্যাশনাল মেডিক্যাল কলেজের আউটডোরে রামমোহন ব্লকের গ্রাউন্ড ফ্লোরে ‘বোমা’ বিস্ফোরণ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, আউটডোর খোলার আগে চতুর্থ শ্রেণির কর্মীরা পরিষ্কারের কাজ করছিলেন। সেই সময় ‘বোমা’ ফেটে আহত হন এক কর্মী। তাঁর নাম অমিত। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন। ঘটনার তদন্তে নেমেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। বম্ব স্কোয়াড পৌঁছে হাসপাতালে বিস্ফোরণের স্থানটি ঘুরে দেখেছেন। আর কোথাও বিস্ফোরক রাখা আছে কি না তার তল্লাশি চালানো হচ্ছে পুলিশ কুকুর দিয়ে। পরীক্ষা করে দেখার পর বম্ব স্কোয়াড জানিয়েছে, কোনও বিস্ফোরক বা বারুদ নয় রাসায়নিক বিক্রিয়া থেকেই বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বোতলের ভগ্নাংশ ও সাদা তরল পাওয়া গেছে। নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু না জানালেও অন্তর্ঘাতের আশঙ্কা করছেন তারা। এই ঘটনার পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘এমন ঘটনা একেবারেই অভিপ্রেত নয়। হাসপাতাল কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছি।’
|
সাজিদ ভারতেই ছিল, জেরায় স্বীকারোক্তি হামজার |
আবু হামজাকে দিল্লি পুলিশের স্পেশাল সেল জেরা করে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেল। হামজা জানিয়েছে, লস্কর-ই-তইবার প্রশিক্ষণ নেওয়ার সময় সাজিদ মীরের সঙ্গে তার সাক্ষাত্ হয়েছিল। সে আরও জানিয়েছে, ডেভিড হ্যাডলির ‘ডান হাত’ বলে পরিচিত সাজিদ ভারতে এসেছিল। এই তথ্যের ভিত্তিতে স্পেশাল সেল তদন্ত শুরু করেছে ২৬/১১-র আগে ভারতে ছিল কি না সাজিদ। |