|
|
|
|
বাংলার স্পিনিং কোচ হিসেবে বেদীকে চাইছেন সৌরভ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বঙ্গ ক্রিকেটে স্পিনারের খরা রুখতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাওয়াই বিষেণ সিংহ বেদী। যাঁর সঙ্গে ক্রিকেটজীবনে তাঁর তীব্র বিরোধিতা ছিল, এখন বাংলার স্বার্থে সেই বেদীকেই বাংলার স্পিনিং কোচ হিসেবে চাইছেন সৌরভ। বেদীকে পেতে এতটাই মরিয়া সৌরভ যে, বুধবার সিএবি-র ওয়ার্কিং কমিটি বৈঠকে বড়িশার প্রতিনিধি হিসেবে এসে সওয়াল করেন প্রাক্তন ভারত অধিনায়কের পক্ষে। বলেন, এই মুহূর্তে বাংলার স্পিনিং কোচ হিসেবে বেদীই উপযুক্ত প্রার্থী। বাংলার কোচ হিসেবে ডব্লিউ বি রামনের চুক্তি পুনর্নবীকরণ হলেও বাংলার কোচ হিসেবে সর্বময় কর্তৃত্ব তাঁর হাতে না থাকার পক্ষেই সওয়াল করেছেন সৌরভ। সভায় তাঁর মতামত ছিল, স্পিনার তৈরিতে রামন কী ভাবে বাংলার কাজে লাগবেন? সেই জন্যই বেদীকে দরকার।
সৌরভের ধারণা, বাংলা টি-টোয়েন্টি এবং ওয়ান ডে ক্রিকেটে ভারতসেরা হলেও রঞ্জিতে সে ভাবে প্রভাব ফেলতে পারেনি। যার প্রধান কারণ হচ্ছে ম্যাচ জেতানো স্পিনারের অভাব। তিনি পরিষ্কার করে দেন, সৌরাশিস বা ইরেশ সাক্সেনা-কে দিয়ে খুব উঁচু মানের পারফরম্যান্স পাওয়া কঠিন।
আগামী মরসুমের আগে সৌরভের প্রস্তাব, ক্রিকেটারদের ‘ব্যাঙ্ক’ তৈরির কাজ শুরু করে দেওয়া হোক। ব্যাটিং কোচ হিসেবে তিনি চাইছেন গুণ্ডাপ্পা বিশ্বনাথকে। সৌরভের প্রস্তাব, কুড়ি জন ব্যাটসম্যান, কুড়ি জন পেসার ও কুড়ি জন স্পিনার মিলিয়ে মোট ষাট জনের ‘ব্যাঙ্ক’ তৈরি করা হোক। এই ষাট জনের মধ্যে রাখা হোক অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯ এবং সিনিয়র ক্রিকেটারদের।
সৌরভ যখন এই প্রস্তাব দিচ্ছেন তখন জগমোহন ডালমিয়া পর্যন্ত তাঁর প্রস্তাব বিবেচনা করার কথা বলেন। আরও ছিলেন মহমেডান স্পোর্টিংয়ের উজ্জ্বল উপাধ্যায়, গৌতম দাশগুপ্ত এবং চিত্রক মিত্র-রাও। সিএবি প্রেসিডেন্ট স্বয়ং সৌরভকে আগামী শনিবার সব প্রস্তাব লিখিত ভাবে দিতে বলেছেন। বুচিবাবু এবং মইন-উদ-দৌল্লা দিয়ে শুরু হবে ঘরোয়া ক্রিকেট মরসুম। সিএবি চাইছে সৌরভের প্রস্তাব মেনে তার আগেই ব্যাঙ্ক তৈরি করতে। সৌরভ সভায় বলেছেন, বাংলা থেকে চার জন ক্রিকেটার একসঙ্গে জাতীয় দলে খেলার মতো পরিস্থিতিতে, এমন তাঁর কেরিয়ারে কখনও দেখেননি এবং এ জন্য এখন সিএবি-র সর্বশক্তি দিয়ে ঝাঁপানো উচিত।
তাঁর প্রস্তাব বাংলার ক্রিকেট মরসুম শুরুর আগে বুচিবাবু বা মইন-উদ-দৌল্লার মতো সর্বভারতীয় কোনও টুর্নামেন্ট আয়োজন করা হোক সিএবি-র পক্ষ থেকে। পাশাপাশি তিনি চান সিএবি ইন্ডোর এবং জিম ঢেলে সেজে উঠুক। সিএবি-র পক্ষ থেকে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাঁরা ভারতীয় বোর্ডের সঙ্গে এ ব্যাপারে কথা বলবে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির জিম তৈরি করেছে যে সংস্থা, তাদের দিয়েই জিমের কাজ করাতে চায় সিএবি। মরসুমে এই নিয়ে দ্বিতীয় বার ওয়ার্কিং কমিটির সভায় এলেন সৌরভ। পুরোদমে প্রশাসনে আসতে চান, না সামনের বছর ফের রঞ্জিতে বাংলায় হয়ে খেলতে চান সৌরভ, তা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই গেল। |
|
|
|
|
|