|
মগজ মিটার |
কে জানে? |
|
গত বৃহস্পতিবার ছিল রথযাত্রা
উৎসব। কী, সুন্দর করে সাজিয়ে
পাড়ায় রথ নিয়ে বেরিয়েছিলে? |
|
|
১. জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি কোন কাঠ
দিয়ে তৈরি করা হয়?
২. সুভদ্রার রথের নাম কী?
৩. জগন্নাথ থেকে একটি ইংরেজি শব্দ এসেছে ‘juggernaut’। কথাটির মানে কী?
৪. জগন্নাথের রথের সারথির নাম কী? |
|
গত সপ্তাহের উত্তর |
১. বিমানচালনা |
২. কু’দ্য মাস্কেতেয়ার |
৩. ইগালিতে |
৪. ক্রিস এভার্ট |
|
|
|
|
বর্ণচোরা |
|
নীচের শব্দগুলির প্রত্যেকটির একটি বর্ণ লুপ্ত।
লাগসই বর্ণ যোগ করে শব্দ পূর্ণ করতে হবে। |
|
লা |
তি |
লী |
কৃ |
কা |
না |
নৃ |
টি |
পূ |
ক |
তু |
র্ণ |
ম |
সা |
প |
দো |
|
|
গত সপ্তাহের উত্তর: বিধিনিষেধ,
মেধাতালিকা, কর্মচঞ্চল, বৃহদংশ। |
|
|
কার ছবি? |
|
উত্তর আগামী সপ্তাহে |
|
গত সপ্তাহের উত্তর: টেনিস
খেলোয়াড়
সারা ইরানি |
|
|
আমরা বিলিতিদের নকল করি না,
কিন্তু দেখ, মানুষ বেল্ট পরছে!
ছবি: রামতাড়ু |
|
|