এখনও আটকে মাহি, চলছে উদ্ধারকাজ |
৬০ ঘণ্টা সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি মানেসরের ৪ বছরের শিশুকন্যা মাহিকে। চেষ্টার কোনও কসুর করছে না সেনা জওয়ান ও স্থানীয় প্রশাসন। আনা হয়েছে ড্রিলিং মেশিন। পাইপের সাহায্যে গর্তে সরবরাহ করা হচ্ছে অক্সিজেন। শিশুটির অবস্থা জানতে ক্যামেরা নামানো হলেও বিশেষ কিছু সুরাহা হয়নি। ফলে শিশুটির অবস্থা সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি। এদিকে, এই ঘটনার পর থেকে পলাতক বোরওয়েলের কন্ট্রাকটর। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বোরওয়েল অরক্ষিত ও খোলা অবস্থায় ফেলে রাখার অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা।
|
স্কুলের গেটে তালা, বাঁশদ্রোণীতে বিক্ষোভ অভিভাবকদের |
বিনা নোটিসে স্কুল বন্ধ করে দেওয়ায় আজ সকালে বাঁশদ্রোণীর নর্মদা স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের হঠাত্ এইরকম সিদ্ধান্তে বিপাকে পড়লেন পড়ুয়া ও অভিভাবকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের পাশের বাড়িতে কয়েকদিন আগে এক নিরাপত্তারক্ষী খুন হয়েছিলেন। আর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন স্কুলের প্রধানশিক্ষিকা। এতদিন ধরে গরমের ছুটির জন্য স্কুল বন্ধ ছিল। আজ সকালে অভিভাবকরা পডুয়াদের নিয়ে এসে স্কুলে তালা ঝোলানো দেখেন। অভিভাবকরা জানিয়েছেন, কোনওরকম আলোচনা বা আগাম কোনও খবর ছাড়াই স্কুল বন্ধ করায় পড়ুয়াদের ভবিষ্যত্ এখন অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। কারণ, এখন মাঝপথ থেকে কোনও স্কুলই এইসব পড়ুয়াদের ভর্তি নেবে না। আবার তারা এটাও জানান, প্রিন্সিপাল গরহাজির থাকার কারণে ট্রান্সফার সার্টিফিকেটও নিতে পারছেন না। তাই কি কারণে হঠাত্ স্কুল বন্ধ করা হল তার দাবিতেও গেটের সামনে বিক্ষোভ দেখান তারা।
|