ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ‘অবসন্ন রবীন্দ্রনাথ’ উপস্থাপনাটি নিঃসন্দেহে এই সন্ধ্যার শ্রেষ্ঠ নিবেদন। রবীন্দ্রনাথের জীবনে অবসন্নতার মুহূর্ত এলেও তা থেকে উত্তরণের দিকচিহ্নটি কী ভাবে তিনি খুঁজে নিয়েছেন তাঁর কবিতায় ও গানে এ দিনের নিবেদনে ব্রততী সেদিকেই আলোকপাত করেছেন। |