অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি নিয়ে বচসার জেরে সংঘর্ষে জড়াল কংগ্রেস ও তৃণমূল। শুক্রবার হাঁসখালির কালীপাড়ার এই ঘটনায় জখম হয়েছেন ৬ জন। তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাঁসখালির কালীপাড়ার প্রাথমিক স্কুলের পাশের একটি অস্থায়ী ঘরে অঙ্গনওয়াড়িকেন্দ্রটি চলে। সম্প্রতি ওই কেন্দ্রের নিজস্ব ভবন তৈরির জন্য সরকার টাকা অনুমোদন করেছে। কিন্তু অঙ্গনওয়াড়িকেন্দ্রের ভবন তৈরি কোথায় হবে সেই নিয়ে স্থানীয় কংগ্রেস ও তৃণমূল কর্মীদের বচসা শুরু হয়। এ দিন বেলা এগারোটা নাগাদ এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। গণ্ডগোলের জেরে শুরু হয় সংঘর্ষ। হাঁসখালি থআনার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দু’দলেরই ৬ জন আহত হন।
জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কল্যাণ ঢালি বলেন, “গ্রামে অঙ্গনওয়াড়িকেন্দ্র তৈরির জন্য দু’টি জমি আছে।একটি স্কুল লাগোয়া অন্যটি খানিকটা দূরে। স্কুলের পাশের জমিতে নতুন ভবন তৈরি হোক তা গ্রামের মানুষ চান না। অথচ কংগ্রেস জোর করে ওই জমিতেই নতুন ভবন তৈরি করতে চাইছে। এ দিন মানুষ তারই প্রতিবাদ করেছেন।” অন্য দিকে হাঁসখালি ব্লক কংগ্রেস সভাপতি দীনেশ চক্রবর্তী বলেন, “আমাদের কোনও দাবি নেই। বিডিও এসে জমি দেখে গিয়েছেন। তাঁরা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। কিন্তু তৃণমূল ইচ্ছে করে ওখানে গণ্ডগোল বাধাতে চাইছে।”
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন তৈরি করা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় বৃহস্পতিবারই ওই গ্রামে গিয়েছিলেন হাঁসখালির বিডিও প্রদ্যুৎ হালদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি অতসী চক্রবর্তী প্রাথমিক ভাবে দু’টি জমি পরিদর্ষনও করেন তাঁরা। প্রদ্যুৎবাবু বলেন, “দু’টি জমির কোনটিতে অঙ্গনওয়াড়িকেন্দ্র তৈরি হবে সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।” |