টুকরো খবর
ভারতীয় ফুটবলের ৭৫ বছর
ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্ষব্যাপী প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠান শুরু হচ্ছে আজ শনিবার। দিল্লির ফুটবল হাউসে পতাকা উত্তোলন ও কেক কেটে উৎসবের সূচনা করবেন চুনী গোস্বামী। একটি লোগো প্রকাশিত হবে এই উপলক্ষ্যে। দেখানো হবে ভারতীয় ফুটবলের গৌরবময় মুহূর্ত নিয়ে একটি সিনেমাও। এ বারের পাঁচ দেশীয় নেহরু কাপও হবে উৎসবের অঙ্গ হিসাবে। ২২ অগস্ট শুরু হবে কাপ। খেলতে আসতে পারে সিরিয়া, মালয়েশিয়া, ক্যামেরুন, জর্ডনের মতো দল। প্রতিযোগিতার উদ্বোধনের দিন ১৯৬২-র এশিয়ান গেমসের সোনাজয়ী দলের জীবিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। ’৫১-র এশিয়াডে সোনাজয়ী ফুটবল দলের দুই জীবিত সদস্য আমেদ খান ও কে সম্মুগমকেও জানানো হবে সম্মান। এ দিকে, জম্মু কাশ্মীর ও লেহ-তে দুটি প্রদর্শনী ম্যাচ খেলার জন্য মহমেডানকে আমন্ত্রণ জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন। ম্যাচ দু’টি হবে ১৮ ও ২০ জুলাই। মাঠ সচিব কামারুদ্দিন আমেদ বলেন, “আমরা ওখানে খেলতে যাচ্ছি।”

আইএফএ বল ঠেলল মোহন-ইস্টকেই
আগামী মরসুমে টোলগে ওজবে মোহনবাগানে খেলবেন না ইস্টবেঙ্গলে, তা নিয়ে কোনও সিদ্ধান্তে পৌছতে পারল না আইএফএ। উল্টে ইস্টবেঙ্গল এবং টোলগের কোর্টেই আবার বল ঠেলে দেওয়া হল। দু’পক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে, যেন নিজেদের মধ্যেই মীমাংসা করে নেওয়া হয়। আর দশ দিনের মধ্যে কোনও সমাধান সূত্র না বেরোলে আবার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সভা ডাকা হবে। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “দু’পক্ষকে আরও একবার সুযোগ দেওয়ার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” এ দিকে, ইডেন সংস্কারের জন্য প্রায় দু’বছর ধরে বন্ধ থাকা আইএফএ-র মেডিক্যাল ইউনিট বুধবার থেকে আবার চালু হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

জঙ্গলমহলের মহিলা ফুটবল
‘জঙ্গলমহল মহিলা ফুটবল ও তীরন্দাজি প্রতিযোগিতা ২০১২’ শুরু হচ্ছে আজ শনিবার। বাঁকুড়ার বারিকুল থানার ঝিলিমিলি হাইস্কুল মাঠে শনিবার দুপুরে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করার কথা রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়। বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম পুলিশ জেলার জঙ্গলমহলের শতাধিক মহিলা ফুটবল দল এই প্রতিযোগিতায় যোগ দিচ্ছে। এ ছাড়াও ওই জেলাগুলির জঙ্গলমহলের পুরুষ ও মহিলাদের দু’টি বিভাগের তীরন্দাজি প্রতিযোগিতা হবে। পাঁচটি জেলায় খেলাগুলি হবে।” জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানে ডিজি ছাড়াও আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ-সহ পুলিশ-প্রশাসনের আধিকারিকদের থাকার কথা।

কানেরিয়ার নির্বাসন
প্রাক্তন পাকিস্তানি লেগস্পিনার দানিশ কানেরিয়াকে সারা জীবনের জন্য নির্বাচিত করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। কারণ, ২০০৯-এ এসেক্সের হয়ে ডারহ্যামের বিরুদ্ধে স্পট ফিক্সিং। তাঁর সঙ্গী মেরভিন ওয়েস্টফিল্ডের নির্বাসন পাঁচ বছরের। ইসিবি-র এই শাস্তি সব দেশের বোর্ডকেই বহাল রাখার আবেদন জানিয়েছে আইসিসি।

এভারেস্টজয়ী নিলিউ সংবর্ধিত
নজির গড়া নাগা মহিলা সেনা আধিকারিককে সংবর্ধিত করল নাগাল্যান্ড সরকার। ২৬ মে, রাজ্যের প্রথম নাগা হিসাবে এভারেস্ট জয় করেন সেনাবাহিনীর চিকিৎসক মেজর নেইখিরেইটুওনো লিনিউ। নাগাল্যান্ডের রাজভবনে লিনিউকে সংবর্ধিত করেন রাজ্যপাল নিখিল কুমার। হাজির ছিলেন মুখ্যমন্ত্রী নিফিয়ু রিও-সহ আরও বেশ কয়েকজন মন্ত্রী ও আমলা। এনসিসির ছেলেমেয়েরাও, লিনিউয়ের মুখ থেকে পাহাড় চড়ার গল্প শুনল। স্থানীয় রেড ক্রস ও চাঁদমারি হাইস্কুলের পড়ুয়ারা বিশেষ গান বেঁধেছিল। তা শুনে আপ্লুত লিনিউ বলেন, “সব কষ্ট সার্থক। আশা করি রাজ্যবাসীর নাম আরও উপরে তুলতে পারব।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.