গরমে নষ্ট সব্জি, জলাভাবে মার খেতে পারে খরিফ চাষও
বার গরমে তীব্র তাপপ্রবাহের ফলে পশ্চিম মেদিনীপুরে ব্যাপক ক্ষতি হয়েছে সব্জি চাষের। জুনের ২০ তারিখ পেরিয়ে গেলেও পর্যাপ্ত বৃষ্টি নেই। এই অবস্থা চলতে থাকলে খরিফ-চাষেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, এ বার স্বাভাবিক বৃষ্টিপাত না-ও হতে পারে। অগস্টের শুরু থেকে বৃষ্টি কমতে পারে। স্বাভাবিক ভাবেই কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জেলা কৃষি দফতরের সহ-কৃষি অধিকর্তা (তথ্য) দুলাল দাস অধিকারীরও বক্তব্য, “স্বাভাবিক বৃষ্টি না-হলে চাষের ক্ষেত্রে সমস্যা হবেই।” কৃষি দফতর সূত্রের খবর, জানুয়ারি থেকে জুলাই--এই ৭ মাসে জেলায় গড় বৃষ্টিপাত হয় কমবেশি ৮২০ মিলিমিটার। এ বার ততটা বৃষ্টি হবে না বলেই মনে করা হচ্ছে। আর কৃষক এবং কৃষি দফতরের উদ্বেগ সেখানেই। জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল পর্যন্ত জেলায় বৃষ্টি হয় মোটে ১৪৬.০১ মিলিমিটার।
কয়েকদিন আগেও এমনই ফুটিফাটা ছিল মাঠ। নিজস্ব চিত্র।
তার পর গোটা মে মাস জুড়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। এর ফলে পাট ও সব্জি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর, কেশপুর, সবং, পিংলা, ডেবরা প্রভৃতি এলাকায় কমবেশি সব্জি চাষ হয়। কিন্তু গরমে এ বার অনেক গাছ খেতেই ঝিমিয়ে গিয়েছে। কৃষি দফতর সূত্রে খবর, জেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়। এ বারও হয়েছে। তবে, গরমের চোটে বিভিন্ন এলাকায় সেই চাষও ক্ষতিগ্রস্ত হয়েছে। একই অবস্থা সব্জির ক্ষেত্রেও। এই জেলায় সব মিলিয়ে প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে কুঁদরি, লাউ, ঝিঙে, পটল, বেগুন প্রভৃতি চাষ হয়। তীব্র গরমের জন্য চাষ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই ফলন কম হচ্ছে। জেলা উদ্যানপালন আধিকারিক শুভাশিস গিরি বলেন, “বেশ কয়েকদিন তীব্র গরম ছিল। এর ফলে কয়েকটি এলাকায় সব্জি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে।” এই পরিস্থিতিতে স্থানীয় বাজারে সব্জির দাম বাড়ার আশঙ্কা। দাম বাড়ছেও। কারণ, এখানকার বাজারে যে সব্জি পাওয়া যায়, তা এই জেলাতেই হয়। কিছু পটল-বেগুন বাইরে থেকে আসে। এখনই বাজারে বেগুন, পটল প্রায় ৪০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। উচ্ছে ৩০ টাকা। কুঁদরি ৩০ টাকা। কুমড়ো ২০ টাকা। শশা ৩০ টাকা। মেদিনীপুর শহরের এক সব্জি-বিক্রেতা বলেন, “চাহিদা তো সে-ভাবে কমবে না। তাই ফলন কম হলে দাম বাড়বেই।”
ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় খরিফ চাষের প্রস্তুতি শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরে গড়ে ৫ লক্ষ ৪৪ হাজার ৯৮৪ হেক্টর জমিতে খরিফ-ধান (আউশ-আমন) চাষ হয়। সাধারণত জুন মাসের শেষ থেকে শুরু করে জুলাইয়ের গোড়াতে বীজতলা লাগানোর কাজ চলে। এই সময়ে জলের প্রয়োজন। গত বছর প্রথম বর্ষার পরে মনে করা হয়েছিল, চাষের কাজ ভাল ভাবেই এগোবে। অন্তত জলের সমস্যা দেখা দেবে না। জুন মাসে অতিরিক্ত বৃষ্টি হয়। কিন্তু, পরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় সমস্যা দেখা দেয়। ফলে, কৃষকদের সমস্যায় পড়তে হয়। জেলা কৃষি দফতর সূত্রে খবর, ২০০৮-’০৯ সালে ৫ লক্ষ ৫৪ হাজার ৮৯০ হেক্টর জমিতে খরিফ-ধান চাষ সম্ভব হয়েছিল। পরের বছর ৪ লক্ষ ৭৪ হাজার ৯১৫ হেক্টর জমিতে চাষ হয়। ’১০-’১১ সালে মাত্র ৩ লক্ষ ৭৬ হাজার ৫১৫ হেক্টর জমিতে খরিফ-ধান চাষ সম্ভব হয়েছিল। গত বছর গোড়ায় ৫ লক্ষ ৭ হাজার ৬৮৬ হেক্টর জমিতে চাষ শুরু হয়েছিল। তবে জলের অভাবে বেশ কিছু এলাকায় চাষ ক্ষতিগ্রস্ত হয়। বিস্তীণর্র্ এলাকায় আবার বীজতলা লাগানোর পর পর্যাপ্ত জল মেলেনি। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে পড়ে। জেলা কৃষি দফতরের এক আধিকারিক বলেন, “খরিফ চাষ শুরুর জন্য জুলাইয়ের শুরুতে পর্যাপ্ত জলের প্রয়োজন হয়। কিন্তু তা না-হলে সমস্যা দেখে দেবেই। অনেক সময়ে বীজতলা লাগানোর পরেও জমিতে ফসল ফলানো অসম্ভব হয়ে পড়ে। গত বছর, তার আগের বছরেও এই পরিস্থিতি হয়েছিল।” গত কয়েক বছরে জেলায় বৃষ্টিপাতের অবস্থাটা ঠিক কী রকম? সাধারণত পশ্চিম মেদিনীপুর বছরে গড়ে প্রায় ১৫৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ২০০৮ সালে ১৮৩৪.০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। ২০০৯-এ ১২৭০.০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। পরের বছর, অর্থাৎ ২০১০ সালে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে দাঁড়ায় ১০০১.০১ মিলিমিটারে। গত বছর জেলায় বৃষ্টিপাত হয়েছে ১৭১৭. ০৯ মিলিমিটার। তবে চাষের জন্য যে সময়ে প্রয়োজন, সেই সময়ে বৃষ্টি কম হয়েছিল। ফলে, খরিফ-ধান চাষের কাজ ক্ষতিগ্রস্ত হয়। এ বারের পূর্বাভাস ঠিক কী রকম? মেদিনীপুর কলেজের এন সি রানা আকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের অধিকর্তা সত্যব্রত রায় বলেন, “এ বছর স্বাভাবিক বৃষ্টিপাত হবে না। জুন ও জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও অগস্টের শুরু থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে।” এ দিকে, অক্টোবরের শুরুতে মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেওয়ার কথা। জুলাই মাসে সাধারণত এ জেলায় গড়ে ৩১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। গত বছর সেখানে মাত্র ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এ বারও কি একই পরিস্থিতি দেখা দেবে? কৃষকদের মধ্যে উদ্বেগ কিন্তু বাড়ছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.