স্পেনই ফেভারিট,
বলছেন জিদান
বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, না তাঁর নিজের দেশ ফ্রান্স? আগামী শনিবার ইউরোর শেষ চারের যুদ্ধে ফেভারিট কে?
তিনি বাজি ধরছেন স্পেনের হয়ে। ভিনসেন্ট দেল বস্কির সমালোচকদের সবিনয়ে জানিয়ে রাখছেন, যে যা-ই বলুক, দেল বস্কির স্ট্র্যাটেজিতে তিনি কোনও ভুল দেখছেন না। আর শুধু ফ্রান্স ম্যাচ নয়, গোটা ইউরোতেই স্পেনের সমতুল্য কোনও টিম তাঁর চোখে পড়ছে না।
ভদ্রলোকের নাম জিনেদিন জিদান। ফরাসি ফুটবলের কিংবদন্তি চলতি ইউরোয় তেমন কোনও সম্ভাবনা দেখছেন না নিজের দেশের। বরং বলছেন, “একটা নির্দিষ্ট দিনে যা কিছু হয়ে যেতে পারে। ফুটবলের এটাই সৌন্দর্য। কিন্তু আমার মন বলছে, কোয়ার্টার ফাইনাল স্পেন জিতবে। আমার কাছে ওরাই ফেভারিট।”
গ্রুপ ‘সি’-তে সেরার শিরোপা স্পেন পেলে কী হবে, দেল বস্কির স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনা থামছে না। স্পেন ছাড়া একমাত্র জার্মানি গ্রুপের একটাও ম্যাচ না হেরে শেষ আটে উঠেছে, কিন্তু তাতে চিড়ে ভিজছে কোথায়? বরং বলা হচ্ছে, যে ভাবে স্প্যানিশ কোচ ঠিকঠাক স্ট্রাইকার ছাড়া টিম নামিয়ে দিচ্ছেন, তাতে যে কোনও দিন বিপদ হতে পারে। জিদান সেই তত্ত্ব স্রেফ উড়িয়ে দিচ্ছেন। বলে রাখছেন, “স্পেন ভাল খেলছে না, নির্দিষ্ট কোনও স্ট্রাইকার নিয়ে নামছে না, এ জাতীয় প্রচুর কথা শুনছি। কিন্তু আমি দেল বস্কির স্ট্র্যাটেজিতে কোনও ভুল দেখছি না। ওরা জানে ওরা কোথায় পৌঁছোচ্ছে। আর এটাও জানে ওদের কোথায় পৌঁছতে হবে।” সোজা কথায়, দেশকে চোদ্দো বছর আগে বিশ্বকাপ এনে দেওয়া জিদান এই ইউরোয় নিজের দেশের কোনও সম্ভাবনা দেখছেন না।
শনিবারের যুদ্ধে নামার আগে জাভি-ইনিয়েস্তারা পাশে পেয়ে যাচ্ছেন ফরাসি ফুটবলের মহানায়ককে। উল্টো দিকে ফ্রান্স আবার বিতর্কে ঝাঁঝরা। টিমের অন্যতম সিনিয়র মালৌদা জানিয়ে রাখছেন, ফুটবলারদের গয়ংগচ্ছ মনোভাবের পরিবর্তন না এলে বিপর্যয় এবং বিদায়, দু’টোই নিশ্চিত!
সুইডেনের কাছে বিধ্বস্ত হওয়ার পর তীব্র ঝামেলা বেঁধেছে ফ্রান্স ড্রেসিংরুমে। হারের পর-পরই টিমে গণ্ডগোলের কথা প্রকাশ্যে এনে ফেলেছিলেন কোনও কোনও ফুটবলার। বৃহস্পতিবার আবার মালৌদা রীতিমতো তুলোধোনা করে ছাড়লেন সতীর্থদের। মিডিয়ার সঙ্গে বিশেষ কথাবার্তা বলতে নাকি মালৌদা চাইছেন না। ভয় পাচ্ছেন, কী বলতে কী বলে ফেলবেন! “সুইডেনের বিরুদ্ধে যা দেখলাম, তাতে আমার ভিতরের হিংস্রতাটা বেরিয়ে আসতে চাইছে। আমি নিজের মনোভাব তাই বলতে চাই না।” সঙ্গে ক্ষিপ্ত মেজাজে যোগ করেন, “আসলে তাৎক্ষণিক উত্তেজনায় অনেক রকেট-মিসাইল বেরিয়ে যায়। কিছু বলে ফেললে কেউ হয়তো প্রবল আঘাত পাবে। তার চেয়ে বসে সমাধান খোঁজা ভাল,” বলেছেন মালৌদা।
জিদানের ঘোড়া স্পেনের প্র্যাক্টিসে এ ভাবেই ভিড় জমাচ্ছেন ভক্তরা।
কোচ লরা ব্লাঁ চেষ্টা করছেন, ‘ড্যামেজ কন্ট্রোলের’। বলার চেষ্টা করছেন যে, ঝামেলা বাঁধলেও সে সব মিটে গিয়েছে। বরং এই তেতে থাকা মনোভাব কাজে দেবে স্পেনের বিরুদ্ধে। মালৌদা কিন্তু কোচকে হুঁশিয়ারি দিয়ে রাখছেন স্পেন ম্যাচ নিয়ে।
“যদি এটা আপনার মাথায় ঢুকে যায় যে, ইউরোতে স্রেফ নিজের কথা ভেবে খেলবেন, তা হলে টিম তো ডুববেই। ইউরোতে ছোট ভুলেরও ক্ষমা হয় না,” বলেছেন মালৌদা। অর্থাৎ, তিনি পরিষ্কার করে দিচ্ছেন ফ্রান্স টিম মোটেই টিম হিসেবে খেলছে না। বরং ফুটবলাররা নামছেন ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে। মালৌদা টিমের গা-ছাড়া মনোভাবের কথাও তুলে আনছেন। বলছেন, “ব্লাঁ-কে এই কারণে ট্রেনিংও বন্ধ রাখতে হল। কারও যেন ইচ্ছেই ছিল না ট্রেনিংয়ে নামার। ব্লাঁ-র উচিত সবার সঙ্গে কথা বলা। শনিবারের আগে সমাধানসূত্র না বার করতে পারলে স্পেন স্রেফ পিষে দেবে।’’




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.