আজকের শিরোনাম
ভয়াবহ আগুন মহারাষ্ট্র বিধানসভায়
আজ দুপুরে ভয়াবহ অগুন লাগে মহারাষ্ট্র বিধানসভা ভবনে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পঁয়ত্রিশটি ইঞ্জিন। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। পাঁচতলা থেকে সাততলা পর্যন্ত আগুন ছড়িয়েছে বলে জানা যাচ্ছে। বিধানসভার বেশিরভাগ কর্মীকে বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে। বেশ কয়েকজন ভিতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সমগ্র ভবন দ্রুত খালি করার কাজ শুরু হয়। সামুদ্রিক হাওয়ার কারণে দ্রুত ছড়িয়েছে আগুন। আদিবাসী মন্ত্রীর ঘর থেকে আগুন লাগে ও পরে পৌঁছয় বিভিন্ন দফতরে। ভস্মীভূত হয়ে যায় মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর দফতর। ঘন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন। আহত চার জনকে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে মজুত রয়েছে অ্যাম্বুল্যান্স। আগুন নিয়ন্ত্রণে আনার জন্যে ব্যবহৃত হচ্ছে নৌবাহিনীর হেলিকপ্টার। শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।

বিজেপির পছন্দ সাংমা ও সিপিএম, জেডিইউ-এর প্রণব
শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইতেই নিষ্পত্তি হতে চলেছে রাইসিনা হিলসের নতুন বাসিন্দার। রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন পূর্ণ অ্যাজিটক সাংমা। আজ সাংবাদিক বৈঠকে সাংমাকে সমর্থনের কথা ঘোষণা করলেন সুষমা স্বরাজ। সাংমাকে সমর্থন করার জন্য তিনি শরিকদের আবেদন জানানোর পাশাপাশি এটাও স্পষ্ট করেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকলেও তাতে এনডিএ ভাঙার কোনও সম্ভাবনাই নেই।
অন্যদিকে এ কে গোপালম ভবনে পলিটব্যুরোর বৈঠকে প্রণব মুখোপাধ্যায়কেই সমর্থন করার সিদ্ধান্ত নিল সিপিএম। এদিকে আজ সাংবাদিক সন্মেলন করে ইউপিএর প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করার কথা জানালেন জেডিইউ-র সভাপতি শরদ যাদব। বিকেলে বামদলের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানে বিরত থাকতে সিদ্ধান্ত জানাবে সিপিআই। এ দিকে, চার বাম দলের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রণব মুখোপাধ্যায়ের পক্ষে ভোট দেবে সিপিএম ও ফরওয়ার্ড ব্লক এবং ভোটদানে বিরত থাকবে সিপিআই ও আরএসপি।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠকে বিজেপি
রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে প্রণব মুখোপাধ্যায়ের আপাতত একমাত্র প্রতিদ্বন্দ্বী পূর্ণ অ্যাজিটক সাংমা। আজ বেলা ১২টায় বিজেপির পক্ষ থেকে সুষমা স্বরাজ সাংবাদিক বৈঠক করবেন। এই বৈঠকে সাংমাকে সমর্থন করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে বিজেপি।

হারিয়ে যাওয়া বো-বক্স উদ্ধার
অবশেষে উদ্ধার হল ভারতীয় তিরন্দাজ রাহুল বন্দোপাধ্যায়ের হারিয়ে যাওয়া বো-বক্স। আমেরিকা যাওয়ার পথে হারিয়ে গিয়েছিল তাঁর বো-বক্সটি। আগামিকালই অলিম্পিকের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ, তার আগে বো-বক্স হারিয়ে যাওয়ায় উদ্বিগ্ন ছিলেন তিনি। বিমান বন্দর থেকে পাওয়া যায় এটি। প্রসঙ্গত অলিম্পিকের যোগ্যতা নির্ণায়ক ম্যাচের আগে রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় তিরন্দাজী দল খুবই ভাল ফল করেছে।

ফের গর্তে পড়ল শিশু
গুরগাঁওয়ের মানসরে গত কাল রাতে খেলতে-খেলতে ৬০ ফুট গভীর একটি গর্তে পড়ে গেল পাঁচ বছরের শিশু কন্যা। গর্তে পড়ে যাওয়ার আধ ঘন্টা পর্যন্ত কান্নার শব্দ পাওয়া গেলেও এর পর তার আর কোনও শব্দ পাওয়া যায়নি। উদ্ধার কাজে নেমেছে পুলিশ ও সেনাবাহিনী। শ্বাস নেওয়ার জন্যে গর্ত যোগান দেওয়া হচ্ছে অক্সিজেন। আশা করা হচ্ছে খুব শীঘ্রই তাকে উদ্ধার করা যাবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.