টুকরো খবর
নোনাডাঙা নিয়ে মন্ত্রীর বক্তব্যের নিন্দা বিশিষ্টদের
নোনাডাঙার ‘উচ্ছেদ প্রতিরোধ কমিটি’র সদস্যদের উপর দুষ্কৃতী হামলা এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিমের একটি মন্তব্যের নিন্দা করে রবিবার বিবৃতি দিল বিশিষ্ট জনেদের একাংশ। ওই বিবৃতিতে দুষ্কৃতীদের ‘তৃণমূল’ বলে উল্লেখ করা হয়েছে। তৃণমূল সাংসদ তথা গায়ক কবীর সুমন-সহ যাঁরা ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন, তাঁদের অধিকাংশই রাজ্যে শাসক বদলের আগে ‘পরিবর্তনপন্থী’ বিশিষ্ট হিসাবে পরিচিত ছিলেন। যেমনমহাশ্বেতা দেবী, তরুণ সান্যাল, সুনন্দ সান্যাল, প্রতুল মুখোপাধ্যায়, কৌশিক সেন, পার্থসারথি রায় প্রমুখ। পুনর্বাসনের দাবিতে নোনাডাঙার উচ্ছেদ হওয়া বাসিন্দাদের গত শুক্রবার বিধাননগরের করুণাময়ী থেকে কেএমডিএ দফতর পর্যন্ত মিছিল করার কথা ছিল। ওই মিছিলের প্রস্তুতির সময়েই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের নেতৃত্বে দুষ্কৃতীরা তাঁদের আক্রমণ করে এবং ওই ঘটনায় কমিটির কার্যকরী সভাপতি বাপি মণ্ডল জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই ঘটনার আগের দিন মন্ত্রী ফিরহাদ মিছিলের কথা জেনে হুঁশিয়ারি দিয়েছিলেন, “লোকেরা আমাদের দিকে চলে এসেছেন। বাইরের লোক নিয়ে মিছিল করলে পুলিশ ব্যবস্থা নেবে।” বিশিষ্টদের অভিযোগ, মন্ত্রীর ওই বক্তব্য এবং শুক্রবারের হামলার ঘটনা আদতে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ। তাঁরা বিবৃতিতে ওই দুইয়েরই নিন্দা করে হামলায় অভিযুক্তদের গ্রেফতার করার দাবিও জানিয়েছেন।

সাইনবোর্ড খোলা নিয়ে হাতাহাতি
সিপিএম প্রভাবিত নাগরিক কমিটির সাইনবোর্ড খোলা নিয়ে রবিবার বিকেলে ওই দলের সমর্থকদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে লেক টাউন থানার দক্ষিণদাঁড়ি অরবিন্দনগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি সূত্রের খবর, এ দিন স্থানীয় কয়েক জন তৃণমূল-সমর্থক নাগরিক কমিটির সাইনবোর্ড খুলে দেন বলে অভিযোগ। সিপিএমের লোকজন বাধা দেওয়া দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চার জনকে গ্রেফতার করা হয়েছে।

গাড়ি ভাঙার অভিযোগ
পুরসভার ডেপুটি মেয়র ফরজানা আলমের গাড়ি ভাঙার অভিযোগ উঠল। তাঁর বাড়ি কসবার বেদিয়াডাঙা মসজিদ বাড়ি লেনে। রবিবার তিনি বলেন, “শনিবার রাতে বাড়িতেই ছিলাম। হঠাৎ নীচ থেকে জোরে শব্দ শুনে আমার গাড়ির চালককে পাঠাই। সে গিয়ে দেখে, কেউ ঢিল ছুড়ে গাড়ির সামনের কাচ ভেঙে দিয়েছে। হেডলাইটও ভাঙা।” রাতেই এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ সূত্রে খবর, ডেপুটি মেয়র যেখানে থাকেন, সেখানে গাড়ি রাখার জায়গা নেই। ডেপুটি মেয়রের অভিযোগ, প্রোমোটার বিল্ডিংয়ের পার্কিং স্পেস বিক্রি করে দেওয়ায় গাড়ি রাখার সমস্যা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাস থেকে পড়ে জখম
বাস থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক যুবক। রবিবার রাতে ওই দুর্ঘটনা ঘটে হাজরা মোড়ে। পুলিশি সূত্রের খবর, আহতের মাথায় ও কোমরে গুরুতর চোট লেগেছে। গভীর রাত পর্যন্ত তাঁর নাম জানা যায়নি। তাঁকে এসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.