রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জটিলতা |
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জটিলতা ও জল্পনা তুঙ্গে। মমতা-মুলায়ম প্রস্তাবিত তিন রাষ্ট্রপতি পদ-প্রার্থীরা হলেন সোমনাথ চট্টোপাধ্যায়, এ পি জে আব্দুল কালাম এবং মনমোহন সিংহ। আজ সকালে জনার্দন দ্বিবেদীর সঙ্গে ১০ জনপথে বৈঠক করেন সনিয়া গাঁধী। বৈঠক শেষে জনার্দন দ্বিবেদী সাংবাদিকদের জানান যে ২০১৪ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকছেন মনমোহন সিংহ-ই। মমতা-মুলায়ম প্রস্তাবিত বাকি দুই প্রার্থীর নামও খারিজ করে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। এর ফলে রাজনৈতিক মহলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জল্পনা আরও বেড়েছে। আজ বাম শীর্ষ নেতৃত্বের সঙ্গেও সমাধান সূত্রের সন্ধানে বৈঠকে বসতে পারে কংগ্রেস। আজ বিকেলে বৈঠকে বসছে কংগ্রেসের কোর কমিটি। বৈঠকে থাকছেন সনিয়া গাঁধী ও প্রণব মুখোপাধ্যায়। জটিলতা কাটিয়ে সমাধান সূত্রের আশায় বৈঠকের দিকে নজর সারা দেশের সব রাজনৈতিক দলগুলির।
|
ধর্ষণের অভিযোগ পিঙ্কি প্রামাণিকের বিরুদ্ধে |
ধর্ষণের অভিযোগ উঠল জাতীয় অ্যাথলিট পিঙ্কি প্রামাণিকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন এক মহিলা। শুধু তাই নয়, পিঙ্কি আসলে পুরুষ, মহিলা সেজে থাকেন—এমনই দাবি ওই ধর্ষিতা মহিলার। এছাড়াও দীর্ঘদিন ধরে এই মহিলাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টাও করেছেন পিঙ্কি বলে অভিযোগ তার। এই অভিযোগের ভিত্তিতে আজ সকালে তেঘড়িয়ার বাড়ি থেকে পিঙ্কি প্রামাণিককে গ্রফতার করে বাগুইআটি থানার পুলিশ। তার মেডিক্যাল টেস্ট করা হবে বলে পুলিশ-সূত্রের খবর।
|
জমি নিয়ে সংঘর্ষের ফলে উত্তাল হয়ে উঠেছে বাসন্তি। বাসন্তির পশ্চিম সোনাখালিতে আরএসপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে চলে ব্যাপক বোমাবাজি। আগুন লাগিয়ে দেওয়া হয় ৬টি বাড়িতে। গুরুতর আহত হয়েছেন ৫ জন। পরিস্থিতি আয়ত্বে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। এখনও পর্যন্ত এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
|
মুকুন্দপুরে দুষ্কৃতি-দৌরাত্ম |
দক্ষিণ কলকাতার ইএমবাইপাসের ধারে মুকুন্দপুরে একটি সমবায়ের জমি দখলের চেষ্টা করল একদল দুষ্কৃতি। জমির চারপাশের দেওয়ালও ভেঙে দেয় তারা। জমি দখলের চেষ্টায় দীর্ঘ ক্ষণ তাণ্ডব চালায় তারা। দুষ্কৃতিরা তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে দাবি করেছেন আক্রান্ত সমবায়ের সদস্যরা। পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সমবায়ের সদস্যরা।
|