প্রয়াত হলেন কিংবদন্তী গজল গায়ক মেহদি হাসান। আজ সকালে করাচির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত কারণে কষ্ট পাচ্ছিলেন। ১৯২৭ সালের ১৮ জুলাই অবিভক্ত ভারতের রাজস্থানের লুনা গ্রামে জন্মেছিলেন এই কিংবদন্তী শিল্পী। ৪৭-এ দেশভাগের পর চলে যান পাকিস্তানে। তবে তার সঙ্গীত দেশ-কালের গণ্ডি পেরিয়ে উপমহাদেশের অসংখ্য মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছে। গজল-জগতে তাঁর তুলনা তিনি নিজেই। ‘কিং অফ গজল’ নামে পরিচিত এই শিল্পী দীর্ঘ দিন ধরে পাকিস্তানের চলচ্চিত্রের সঙ্গীত জগতকে মুখরিত করেছেন। তাঁর প্রয়াণে সঙ্গীতপ্রেমী মানুষের মনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।
|
ভয়াবহ অগ্নিকাণ্ড অমৃতসরে |
ভয়াবহ অগ্নিকাণ্ডে অমৃতসরের একটি কাগজের কারখানা অনেকাংশ ভস্মীভূত হয়েছে। আজ ভোর রাত থেকে ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে চলেছে। আগুন পুরোপুরি আয়ত্ত্বে আনতে ৪৮ ঘণ্টারও বেশি সময় লাগতে পারে বলে অনুমান দমকল কর্মীদের। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে দমকলের সঙ্গে যৌথ ভাবে কাজে নেমেছে সেনা বাহিনী। রাত ২টো নাগাদ আগুন লাগে অমৃতসরের খান্না পেপার মিলে। দমকল বাহিনীর তত্পরতায় কারখানার সব কর্মচারীকে নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০০ কোটি টাকার কাগজ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
|
সংবাদ সংগ্রহে পুলিশি-বাধা |
এসএসকেএম-এর আগুন লাগার খবর সংগ্রহ করতে গিয়ে অযাচিত ভাবেই পুলিশি-বাধার মুখে পড়তে হয় বেশ কিছু সাংবাদিককে। হাসপাতাল কর্তৃপক্ষের আপত্তি না থাকলেও এই অতিরিক্ত পুলিশি তত্পরতায় অবাক সংবাদ মাধ্যমের একাংশ।
|
এসএসকেএম-এর রাসায়নিক পরীক্ষাগারে আগুন |
আবার হাসপাতালে আগুন। এ বার এসএসকেএম-এর রাসায়নিক পরীক্ষাগারে। সকাল দশটা নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। এর ফলে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দমকল কর্মীদের বিশেষ তত্পরতায় আগুন আপাতত নিয়ন্ত্রণে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকেই এই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে।
|
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সনিয়া-মমতা বৈঠক |
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বৈঠকে মুখোমুখি সনিয়া গাঁধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। গত কালই সনিয়া গাঁধীর আমন্ত্রণে দিল্লিতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সৌজন্য-সাক্ষাতের পর আজ বিকেলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকে বসবেন তাঁরা। আর তার পরই সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে। তবে তারই মধ্যে রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়ের নাম ও উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে বিজেপির যশোবন্ত সিংহের নাম নিয়ে জল্পনা সবচেয়ে বেশি। আজ বৈঠক শেষে কংগ্রেস তাদের রাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বলে জানা যাচ্ছে। এ দিকে এই দিল্লি সফরের জেরে মোর্চার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ১৪ জুনের পরিবর্তে হবে ১৬ জুন।
|
কাল সন্ধে থেকে বিদ্যুত্ নেই বামনঘাটার বিস্তীর্ণ এলাকায়। দীর্ঘক্ষণ বিদ্যুত্ না থাকার ফলে সকাল থেকে জল সঙ্কটের মুখে পড়েন এলাকাবাসী। প্রচণ্ড গরমে দুর্বিসহ অবস্থায় অতিষ্ঠ হয়ে ওঠেন তারা। এর ফলে সকাল ৯টা থেকে স্থানীয় বাসিন্দারা বাসন্তি হাইওয়ে অবরোধ করেন। আপাতত পুলিশি হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয়েছে হাইওয়ে।
|
গত দু’দিন ধরে গ্রামে হানা দিচ্ছিল বাঘ। পাঁচখালি নদীর পাশের গ্রামগুলিতে বাঘের পায়ের ছাপের দেখা মেলে। ফলে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীর মধ্যে। খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে দয়াপুরের কাছে পিরখালির জঙ্গলে বাঘ ধরার জন্য ফাঁদ পাতে বন দফতর। আর তাতেই কাল গভীর রাতে ধরা পড়ে একটি বাঘিনী। ঘটনায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে গ্রামগুলিতে।
|
মেডিক্যাল কলেজে বিদ্যুত্ বিভ্রাট |
আজ সকাল থেকে দীর্ঘ ক্ষণ বিদ্যুত্ বিভ্রাটের জেরে বিপর্যস্ত হয় কলকাতা মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিষেবা। এর ফলে চরম হয়রানির মুখে পড়েন হাসপাতালে আগত অসংখ্য রোগী। জরুরি বিভাগ-সহ বিভিন্ন বিভাগের স্বাস্থ্য পরিষেবাও ব্যাহত হয়। |