লালু ৬৫ |
বাইরে লু বইলেও পটনায় ১০ নম্বর সার্কুলার রোডের বাড়ির অঙ্গনে সোমবার ছিল অন্য ধরনের উষ্ণতা। সুসজ্জিত শামিয়ানার তলায় টেবিলের উপরে বিশাল এক কেক। তার উপরে রাখা একটি লন্ঠন, সেটিও আদতে কেকই। কেকের ওজন ৬৫ পাউন্ড। ৬৫ কেন? কারণ এ দিনই যে ছিল আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ৬৫ তম জন্মদিন। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী কাটলেন কেক। তার পরে ওই কেক লালু খাইয়ে দিলেন স্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবীকে। রাবড়ীও কেক তুলে দিলেন লালুর মুখে। উপস্থিত সকলকেই লালু ও রাবড়ী কেক খাইয়ে দেন। রাবড়ী দেবী জানিয়েছেন, দলের নেতা-কর্মীদের ইচ্ছেতেই এ দিন এ ভাবে লালুর জন্মদিন পালিত হল। সোমবার পটনায় অশোক সিংহের তোলা ছবি। |