ফের মৃত্যু কনস্টেবল পদপ্রার্থীর |
কনস্টেবল পদের জন্য পরীক্ষা দিতে এসে ৭ জুন মারা গিয়েছিলেন অভিষেক পাল, আর আজ সকালে মারা গেলেন সুরেশ ভুজল। কালিম্পং-এর বাসিন্দা সুরেশ কলকাতা পুলিশে চাকরির জন্য পরীক্ষা দিতে এসে শারীরিক পরীক্ষার দিন অসুস্থ হয়ে পড়েন। তার পর ৩ দিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। ডাক্তাররা জানিয়েছেন, ‘মাল্টি অর্গ্যান ফেলিওর’-ই মৃত্যুর কারণ। গত ২ দিন ধরে তাঁর ডায়ালিসিস চলেছে, তবে শেষের দিকে তা নেওয়ার ক্ষমতা সুরেশের ছিল না। বিশেষজ্ঞদের মত অনুযায়ী ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছাড়ালে শারীরিক পরীক্ষা নেওয়া উচিত্ নয়। সেখানে শুধু পরীক্ষাই নয়, তা চলাকালীন যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তার জন্য প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা অবধি ছিল না বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রথম ৩ ঘন্টা তাঁকে বিনা চিকিত্সায় ফেলে রাখা হয়। আজ সকালে সেই এসএসকেএম-এই পৌনে ছ’টায় মৃত্যু হয় সুরেশের। সুরেশের মৃত্যু ফের একবার কাঠগড়ায় দাঁড় করাল কলকাতা পুলিশকে। এই ব্যাপারে গোর্খা জনমুক্তি মোর্চার কলকাতা শাখার তরফ থেকে জানানো হয়েছে ন্যায্য ক্ষতিপূরণ না পেলে সুরেশের দেহ তার পরিবারের লোক নিয়ে যাবে না। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তাই তাঁর কাছ থেকেই ক্ষতিপূরণের ব্যাপারে লিখিত আশ্বাসের দাবিও জানিয়েছেন তারা। তবে জানা যাচ্ছে পুলিশ কর্তা দেবাশিষ রায়ের উপস্থিতিতে ময়নাতদন্ত না করেই সড়কপথে কালিম্পং-এ রওনা করিয়ে দেওয়া হয়েছে সুরেশের দেহ।
|
আজ পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র রাজ্যের আর্থিক প্যাকেজ নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। বৈঠক শেষে অমিত বাবু জানিয়েছেন এর পর আরও বৈঠক হবে। এখনও কিছু চূড়ান্ত হয়নি। যদিও মনে করা হচ্ছে রাজ্যের এই আর্থিক প্যাকেজ নিয়ে কেন্দ্রের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অমিত মিত্রকে। এবং কেন্দ্র ঋণ মুকুব বা আর্থিক প্যাকেজের সুবিধা দিলেও তাতে বেশ কিছু শর্ত আরোপ করা থাকবে। কেন্দ্রের অভিমত রাজ্যের আয় বাড়ানোর রাস্তা রাজ্যকেই স্থির করতে হবে। সিদ্ধান্ত যাইই হোক, অমিত মিত্র চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই স্থির করবেন তা বলাই বাহুল্য।
|
প্রতারণা কাণ্ডে তদন্ত শুরু সিআইডি-র |
প্রতারণা মামলায় প্রাক্তন সিপিএম সাংসদ সরলা মাহেশ্বরীর স্বামী এবং জামাতা গ্রেফতার হওয়ার পরই মামলার তদন্তভার হাতে নিল সিআইডি। গতকাল সারারাত ধরে অরুন মাহেশ্বরী এবং অমিতাভ কেজরিওয়ালকে ভবানী ভবনে দফায় দফায় জেরা করে সিআইডি। আজ সকালে সল্টলেকের ডিএন ব্লকে তাদের ‘ক্যানোপি গ্রুপ’-এর অফিসে তল্লাসি চালায় সিআইডি-র প্রতিনিধি দল। শুধু কলকাতাই নয়, তল্লাসি চালানো হবে তাদের মুম্বইয়ের অফিসেও। আদালতের পরবর্তী শুনানিতে অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় তথ্য-প্রমাণ পেশ করার উদ্যোগেই এই তল্লাসি অভিযান হচ্ছে।
|
রাজারহাটে প্রকাশ্যে মহিলাকে খুনের চেষ্টা |
আজ সকাল ১০.৩০ থেকে ১১টার মধ্যে রাজারহাট নিউটাউন ইকো ট্যুরিজম পার্কের সামনে এক মহিলাকে প্রকাশ্যে কুপিয়ে খুন করার চেষ্টা করে এক যুবক। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, যুবকটির সঙ্গে আক্রান্ত মহিলার বচসা শুরু হলে তাকে আচমকা ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে শুরু করে ওই যুবক। মহিলাকে মোট ১২টি কোপ মারা হয়েছে। তার দু’টি আঙ্গুলও কাটা পড়েছে। আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মহিলা আততায়ীর নাম বলেন রাজা দত্ত। সল্টলেকের বাসিন্দা রাজার একটি সোনার দোকানও রয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ। তবে সল্টলেক থানার সাহায্যও এক্ষেত্রে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
|
কলকাতা মেডিক্যালে বিদ্যুত্ বিভ্রাট |
গতকাল বর্ধমান এবং মেদিনীপুরের পর আজ খোদ মহানগরীতেও ঘটল হাসপাতালে বিদ্যুত বিভ্রাটের ঘটনা। আজ সকাল থেকে হঠাত্ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের বেশ কয়েকটি বিভাগে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্তব্ধ হয়ে পড়ে পরিষেবা। বিদ্যুত্ সংযোগ না থাকার কারণে জরুরি অপারেশন করতেও অসুবিধার সম্মুখীন হন ডাক্তাররা। সপ্তাহের প্রথম দিনে বর্হিবিভাগেও রোগীর চাপ বেশি রয়েছে। সেখানেও সমস্যা হচ্ছে। জেনারেটর চালিয়ে পরিস্থিতি আপাতত সামাল দেওয়ার চেষ্টা চলছে। তবে ঠিক কখন বিদ্যুত্ স্বাভাবিক হবে এ ব্যাপারে সঠিক ভাবে কিছু বলতে পারেনি কর্তব্যরত কর্মীরা। যতটা দ্রুত সম্ভব বিদ্যুত্ সংযোগ ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
|
উঃ দিনাজপুরে ৩৪নং জাতীয় সড়কে দুর্ঘটনা, অবরুদ্ধ রাস্তা |
উঃ দিনাজপুরের ইটাহার থানা এলাকায় ৩৪নং জাতীয় সড়কে একটি পেট্রল পাম্পের সামনে আজ সকালে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পরই ২ জনের মৃত্যু হয়। এর পর স্থানীয় মানুষ আহতদের লরি থেকে উদ্ধার করতে এগিয়ে আসে। কিন্তু পুলিশ এসে তাদের বাধা দেয়। উদ্ধার কাজে দেরি হওয়ায় লরির মধ্যে আটকে আরও এক ব্যক্তি মারা যায়। এতে জনতা ক্ষিপ্ত হয়ে পুলিশের দিকে পাথর ছুঁড়তে শুরু করে। পুলিশের একটি জিপও উল্টে দেয় তারা। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। জানা যাচ্ছে সড়ক মেরামতের কাজ চলায় সেখানে রাস্তা অপরিসর ছিল। আর সে জন্যেই এই দুর্ঘটনা ঘটেছে।
|
মালদহ হাসপাতালে শিশু মৃত্যু |
ফের শিশু মৃত্যুর ঘটনা ঘটল মালদহ জেলা হাসপাতালে। গত ৪৮ ঘন্টায় ১৫টি শিশুর মৃত্যু আবার একবার জেলা হাসপাতালগুলির পরিকাঠামোর হাল স্পষ্ট করে দিল। ঘটনা খতিয়ে দেখতে সরকারী প্রতিনিধি দল পৌঁছেছেন সেখানে।
|
কোচবিহারে বাস দুর্ঘটনায় আহত ২০ |
কোচবিহারের চ্যাংড়াবান্দা থেকে মাথাভাঙা যাওয়ার পথে একটি বাস দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আহতদের চ্যাংরাবান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
|
সাঁইথিয়া স্টেশনে দেহ উদ্ধার |
সাঁইথিয়া রেল স্টেশনে আজ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান সান স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে। |