টুকরো খবর
ধর্ষণ থেকে বাঁচতে দোতলা থেকে ঝাঁপ
ষোলো বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা করল দুই দুষ্কৃতী। যদিও শেষ মুহূর্তে দোতলা থেকে ঝাঁপ দিয়ে পালায় মেয়েটি। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে তেলিবাগ অঞ্চলে এই ঘটনা ঘটেছে। মনু ও অমিত নামে দুই অভিযুক্ত ওই কিশোরীকে অপহরণ করে মোটরবাইকে চাপিয়ে ফাঁকা গ্যারাজে নিয়ে যায়। সেখানে ওই যুবকেরা তাকে ধর্ষণের চেষ্টা করতেই দোতলা থেকে ঝাঁপ দেয় সে। শেষে আশপাশের বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অভিবাসনে নয়া নীতি ব্রিটেনে
ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনও দেশ থেকে অভিবাসনে রাশ টানতে নয়া নীতি ঘোষণা করল ব্রিটেন সরকার। তারা ঘোষণা করেছে, বিদেশে বসবাসকারী ব্রিটিশ নাগরিক ছাড়া ভারতীয় উপমহাদেশ-সহ ব্রিটেনে বসবাসকারী অন্য কোনও দেশের নাগরিক স্ত্রীকে ব্রিটেনে আনতে গেলে ওই ব্যক্তির বার্ষিক আয় বছরে ১৬ লক্ষ টাকা হতে হবে। আর যদি তাঁদের কোনও সন্তান থাকে, তা হলে ওই ব্যক্তির বার্ষিক আয় হতে হবে সাড়ে ১৭ লক্ষ টাকা। ৯ জুলাই থেকে ওই নীতি কার্যকর হবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঠিকমতো ইংরেজি বলতে পারেন না এমন অনেকই বিয়ে করার সুবাদে এ দেশে চলে আসেন। এমন দীর্ঘদিন চলতে পারে না।”

ফের হামলায় সিরিয়ায় হত ৩৮
সিরিয়ায় সেনার হামলা অব্যাহতই। নতুন করে বোমাবর্ষণে গত চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন ৩৮ জন। হোমস ছাড়াও তালবিশে ও লেবানন সীমাম্তে কুসের শহরে এ দিন তাণ্ডব চালায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী। বিরোধী সিরিয়ান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দাবি, রবিবারের হামলায় কুসের শহরে মারা গিয়েছেন ছ’জন। মুহুর্মুহু গোলাবর্ষণে কার্যত সকলেই ঘরবন্দি। ব্রিটেনের পর্যবেক্ষক দল জানিয়েছে, হোমসের উত্তরে তালবিশে শহরে আজ তিন জনকে হত্যা করেছে সেনা। বিদ্রোহীদের ঘাঁটি লাতাকিয়া শহরেও নতুন করে হামলা হয়েছে। সিরিয়ায় এখনও পর্যন্ত কত জনের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছে পর্যবেক্ষক দল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.