আমেরিকায় স্ত্রী ও দুই সন্তানকে খুন করে আত্মঘাতী হলেন ভারতের প্রাক্তন সেনা অফিসার অবতার সিংহ। ১৯৯৬ সালে কাশ্মীরে এক আইনজীবী খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন তিনি। গ্রেফতার হওয়ার আশঙ্কায় আমেরিকায় পালিয়ে যান অবতার।
|
অবতার সিংহ। ছবি: এপি |
বেশ কয়েক বছর ধরে ক্যালিফোর্নিয়ার সেলমায় বসবাস করছিলেন অবতার। সেলমা পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে পুলিশকে ফোন করেন তিনি। মোট চার জনকে খুন করেছেন বলে ফোনেই স্বীকার করে নেন প্রাক্তন সেনা অফিসার। আগেই অবতারের প্রত্যর্পণের বিষয়ে আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছিল নয়াদিল্লি। ফলে, তাঁর সেনাবাহিনীর অভিজ্ঞতা ও খুনের মামলায় জড়িত থাকার কথা জানত পুলিশ।
ফ্রেসনো কাউন্টি শেরিফের অফিস থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের একটি দলকে অবতারের বাড়িতে পাঠানো হয়। তাঁরা অবতার, তাঁর স্ত্রী এবং তিন ও পাঁচ বছরের দুই শিশুর দেহ উদ্ধার করেন। মাথায় গুরুতর আঘাত পেলেও এখনও বেঁচে রয়েছে অবতারের ১৭ বছর বয়সী বড় ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৯৯৬ সালে কাশ্মীরে খুন হন আইনজীবী জালাল আনদ্রাবি। অভিযোগের তির ছিল অবতার ও তাঁর অধীনস্থ সেনাদের দিকে। তার আগেই আমেরিকায় পালিয়ে যান অবতার।
আমেরিকাতেও আগে একবার স্ত্রীকে হত্যার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল সেলমা পুলিশ। তখনই ভারতে তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগের কথা জানতে পারা যায়। তবে প্রত্যর্পণের অনুরোধ সত্ত্বেও কেন অবতার মার্কিন পুলিশের হেফাজতে ছিলেন না তা জানা যায়নি। |