আজকের শিরোনাম
জিটিএ রিপোর্ট পেশ
দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদের বাইরে সমতলের তরাই-ডুয়ার্স থেকে ৫টি মৌজা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) আওতায় আনার সুপারিশ জানিয়েছে শ্যামল সেনের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি। এর মধ্যে জলপাইগুড়ির ২টি মৌজা— সামসিং ও চালৌনি এবং দার্জিলিঙের ৩টি মৌজা— পূর্ব কলাইবাড়ি, গুলমাখারি ও এমএম টেরাই অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে। অন্য দিকে গোর্খা জনমুক্তি মোর্চার দাবি ছিল তরাই-ডুয়ার্স থেকে মোট ৩৯৮টি মৌজা জিটিএ-র আওতায় আনা হোক। কিন্তু কমিটি ৫টি মৌজার সুপারিশ করায় যারপরনাই ক্ষুব্ধ মোর্চা নেতা রোশন গিরি। রিপোর্ট পেশের পর তিনি জানিয়েছেন কমিটির এই সুপারিশ তাঁরা মানছেন না। তাঁদের ধারণা ছিল ৩৯৮ মৌজার মধ্যে অন্তত ১৫০টি মৌজা অন্তর্ভুক্ত হবে। কমিটির এই সুপারিশ আদপে গোর্খা জনমুক্তি মোর্চার অপমান। অন্য দিকে কমিটির সুপারিশকে স্বাগত জানিয়েছেন আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি বিরসা তিরকে। তবে এতে কোনও সমস্যারই সমাধান হবে না বলে জানিয়েছে জন বার্লা গোষ্ঠী। পৃথক রাজ্যের দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানিয়েছেন তিনি। কমিটির সুপারিশে পাহারে শান্তি ফিরলে ভাল হয় বলে মন্তব্য করেছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য।
মহাকরণে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, অন্তর্ভুক্তির সুপারিশ কমিটির, সরকারের নয়। তাই এতে ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানান যে ত্রিপাক্ষিক চুক্তিতে স্থির হয়েছিল কমিটির সুপারিশ মেনে চলা হবে। তাই সকলকেই কমিটির রিপোর্ট মেনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা
প্রবল দাবদাহের পর আজ হয়ত স্বস্তির বৃষ্টিতে স্নাত হতে পারে দক্ষিণবঙ্গ। আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুরের আবহাওয়া দফতর। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলায় কালবৈশাখীর পূর্বাভাস আছে বলে আবহাওয়া সূত্রে খবর। আজ সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে বৃষ্টি হয়েছে দাঁতন ও বেলদার বিভিন্ন জায়গায়। ৮ই জুন বর্ষা আসার কথা থাকলেও মৌসুমী বায়ুর গতিবিধি পর্যবেক্ষণ করে বর্ষা আসতে এখনও দেরি আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শিলিগুড়ির কাওয়াখালিতে বিক্ষোভ
আজ সকাল থেকেই শিলিগুড়ির কাওয়াখালিতে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তজনা ছড়ায় এলাকায়। দীর্ঘদিন ধরেই এই অধিগ্রহণকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল জমির মালিকেরা। অনিচ্ছুকদের জমি ফেরত দেওয়ার পাশাপাশি জমিদাতাদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় তারা। কিন্তু এই দাবি পূরণ না হওয়ায় আজ সকাল থেকেই বিক্ষোভ দেখাতে থাকে জমিহারারা। ফলে বন্ধ হয়ে যায় জমিতে পাঁচিল দেওয়ার কাজ। সেইখানে পুলিশ না থাকায় অবস্থা আয়ত্তের বাইরে চলে যায়। মালিক সংগঠনের লোকেরা পাল্লায় ভারী হওয়ায় পিছু হঠতে বাধ্য হয় সিন্ডিকেটের কর্মীরা। ঘটনাস্থলে কিছু সংখ্যক পুলিশ কর্মী পৌঁছে জমির মালিকদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু উপনগরীর জন্য অধিগৃহীত জমি ফেরত না দেওয়া পর্যন্ত এই বিক্ষোভ তারা চালিয়ে যাবে বলে জানা গিয়েছে।

স্নেহের পরশ
এক অনন্য মাতৃত্বের সাক্ষী থাকল চিনের একটি চিড়িয়াখানা। জন্ম দেওয়ার পর নিজের চার শাবককে কাছে টেনে নেয়নি বাঘিনী। মাতৃস্নেহ থেকে বিতাড়িত এই চার ব্যাঘ্র শাবক অবশেষে আশ্রয় পায় একটি কুকুরের কাছে। চিড়িয়াখানার কর্মী তার পোষা কুকুরের কাছে এই চারটি বাচ্চাকে দিলে আনন্দের সঙ্গে তাদের গ্রহণ করে পালিতা মা। মায়ের দুধ না পেলেও পালিতা মায়ের আদরে বেশ বহাল তবিয়তেই আছে বাচ্চারা।

গাড়িতে ধর্ষণ কাণ্ড
গতকাল মাঝরাতে এক্সাইড মোড়ে শাটল ট্যাক্সিতে তরুণী-ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মুমতাজ খানকে আজ আদালতে পেশ করা হবে। অসুস্থ স্বামীকে দেখে ফেরার সময় ট্যাক্সিতে তাঁকে ধর্ষণ করা হয় বলে এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই তরুণী। আজ ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। অভিযুক্ত চালকের দেহেও পাওয়া গিয়েছে আঘাতের চিহ্ন। এর থেকেই ডাক্তারদের অনুমান বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন ওই মহিলা। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.