সমবেত গিটারবাদনে জাতীয় নজির গড়ল অসম। আজ গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে ৫৪০৬ জন গিটারবাদক একসঙ্গে গিটার বাজালেন ভূপেন হাজরিকার ‘বিস্তীর্ণ দু’পারে’ গানের সঙ্গে । এর আগে ২০০৬ সালে শিলংয়ে ১৭৬৭ জনের গিটার বাদনই জাতীয় রেকর্ড ছিল। তা ভেঙে, অসম আজ লিমকা বুকে জায়গা করে নিল। ২০০৯ সালে, পোল্যান্ডে ৬৩৪৬ জন গিটারবাদকের সমবেত বাদন এখন অবধি বিশ্বরেকর্ড। সকাল থেকে তুমুল বৃষ্টি শহরে হওয়ায় শেষ পর্যন্ত সরুসজাইতে গিটার হাতে পৌঁছন ৫৪০৬ জন। ছবি: উজ্জ্বল দেব |