আজকের শিরোনাম
গরমের দাপটে মৃত ৮, বাড়বে আরও তাপমাত্রা
গত ২৪ ঘন্টায় গরমের দাপটে এ রাজ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। আসানসোলে মারা গেছেন ৫ জন ও দুর্গাপুরে ৩ জন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়েছে তাপমাত্রার পারদ। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রিতে, জানাল আবহাওয়া দফতর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ার কারণে অস্বস্তি আরও বাড়বে। আজ কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। অন্য দিকে, দমদমে ৪১, পানাগড় ৪৭, বাঁকুড়া৪৫.৪, পুরুলিয়া৪৫.৭, মেদিনীপুর ৪৪ ডিগ্রিতে পৌঁছেছে। রাজ্যের পশ্চিমাঞ্চলে আগামী ২৪-৪৮ ঘন্টা তাপপ্রবাহ চলবে। এর মধ্যে কিছুটা আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ৩৪ পরগনা, বীরভূম ও হুগলির কিছু কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার তরাই ও ডুয়ার্সে ভারী বৃষ্টি হওয়ার আভাসও দিয়েছে।

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ
৫৮ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ১৪ হাজার ১৪৪। পাশ করেছে ৫ লক্ষ ৪৮ হাজার ৯৮০। পাশের হার ৭৭.৮৮ শতাংশ, যা গত বছরের তুলনায় ১.৩৪ শতাংশ বেশি।
জেলাভিত্তিক পাশের হার
জেলা পাশের হার(শতাংশ)
কলকাতা ৮৯.৪৭
পূর্ব মেদিনীপুর ৮৮.২২
দক্ষিণ ২৪ পরগনা ৮৪.২৯
হুগলি ৮৩.৬৩
হাওড়া ৮২.৮৯
পশ্চিম মেদিনীপুর ৮০.৭৪
মেধা তালিকা
স্থান নাম প্রাপ্ত নম্বর স্কুল
প্রথম সৌরভ দাস ৪৭৯ বি টি রোড গভঃ হাই স্কুল
দ্বিতীয় কৌস্তভ সাহা ৪৭৭ বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল
তৃতীয় সৌম্য ভট্টাচার্য ৪৭৫ বাঁশবেড়িয়া হাই স্কুল
চতুর্থ সুস্মিতা হালদার
(মেয়েদের মধ্যে প্রথম)
৪৭৪ শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ
পঞ্চম বিশাল কুণ্ডু ৪৭২ গঙ্গারামপুর হাই স্কুল
ষষ্ঠ (যুগ্ম) রাতুল দাস
দীপাঞ্জন কুণ্ডু
৪৭১
বি টি রোড গভঃ হাই স্কুল
খাতরা হাই স্কুল
সপ্তম (যুগ্ম) আকাশদীপ দে
অর্ঘ্য শীল
৪৭০ কৃষ্ণনগর কলিজিয়েট স্কুল
রামনগর নটুবিহারী হাই স্কুল
অষ্টম স্বর্নাভ চন্দ
অনুপম মণ্ডল
দেবময় ঘটক
৪৬৯ বি টি রোড গভঃ হাই স্কুল
বিষ্ণুপুর হাই স্কুল
আরামবাগ হাই স্কুল
নবম (যুগ্ম) সুমন সিনহা
অভিষেক মাইতি
৪৬৮ সিমলাপাল মদনমোহন হাই স্কুল
কাঁথি মডেল ইনস্টিটিউশন
দশম রাজাগোপাল মুখোপাধ্যায়
কৃষ্ণেন্দু দে
পল্লব সিনহা
৪৬৭ গুড়াপ আর কে ইনস্টিটিউশন
’’
রায়গঞ্জ করোনেশন হাই স্কুল
অন্য দিকে, ২০১৩-র পরীক্ষা সূচীও ঘোষণা করা হয়েছে। আগামী বছর পরীক্ষা শুরু হবে ১৩ মার্চ, শেষ হবে ২৬ মার্চ। এর আগে ২১-২২ দিন ধরে পরীক্ষা চলত। কিন্তু আগামী বছর থেকে সময়সীমা কমিয়ে ১৩ দিনে আনা হয়েছে।

রেলপুলিশের মারে হকারের মৃত্যু, উত্তেজনা
এক হকারকে পিটিয়ে মারার অভিযোগ উঠল রেলপুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বোলপুর স্টেশনে। অভিযোগ, বছর ত্রিশের এই হকারের কাছে তোলার টাকা আদায় করার চেষ্টা করছিলেন তারা। তিনি টাকা দিতে অস্বীকার করায় ২-৩ জন রেলপুলিশ তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারে। প্রচন্ড মারের কারণে তিনি সেখানেই অজ্ঞান হয়ে যান। অন্যান্য হকারদের কাছে খবর পৌঁছতেই সেই হকারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই তারা দল বেধে রেলপুলিশের দফতরে গিয়ে বিক্ষোভ দেখায় অভিযুক্তদের শাস্তির দাবিতে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ ও জনতার সংঘর্ষে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।

সন্তোষপুরে ট্রেনের ধাক্কা ট্যাক্সিকে
প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্যাক্সির সংঘর্ষের ঘটনা ঘটল সন্তোষপুরে। আজ সকাল ৯টা নাগাদ একটি ট্যাক্সি লেভেল ক্রসিং পার হওয়ার সময় বজবজ থেকে শিয়ালদহগামী একটি ট্রেন ট্যাক্সিটিকে ধাক্কা মারে। অল্পের জন্য রক্ষা পান ট্যাক্সিচালক। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেভেল ক্রসিংয়ের সামনে রেললাইনে লাল পতাকা লাগিয়ে রেলকর্মীরা মেরামতির কাজ করছিলেন। সেই জায়গায় ট্রেনের গতি কমানোর কথা চালকের, কিন্তু চালক তা করেননি। আর এই কারণেই বড়সড় দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা ছিল। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে লেভেল ক্রসিংয়ের দাবি জানানো সত্ত্বেও কোনও লাভ হয়নি।

উত্তর সিকিমে ধস, আটকে বহু পর্যটক
গতকাল প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমের লাচুঙে ধস নামে। ধস নেমেছে ইয়ুংথাং, চুংথাং ও গ্যাংটকেও। ফলে সিকিমের বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন প্রায় হাজারখানেক পর্যটক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধস কবলিত এলাকাগুলিতে জোর কদমে কাজ চলছে। সাহায্য নেওয়া হচ্ছে সেনাদের। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা পরিষ্কার করা যায় তারই প্রচেষ্টা চলছে বলে জানান এক প্রশাসনিক আধিকারিক। তিনি আরও জানান, গত বছর ভূমিকম্পের পর বিভিন্ন জায়গায় ধসের প্রবণতা দেখা দিয়েছে। আরও বৃষ্টি হলে ধসে যাতে পর্যটকরা আটকে না পড়েন তার জন্য প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.