পুকুরের জল খেয়ে গত দু’দিনে অসুস্থ হয়ে পড়েন নবগ্রামের শতাধিক গ্রামবাসী। বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে নবগ্রামের ভোলাডাঙা, সাজুইমাটি ও গৌরাঙ্গডাঙার আদিবাসীপাড়ায় বিশুদ্ধ জলের পাউচ বিলি করা হয়। জেলাশাসক রাজীব কুমার বলেন, “পিএইচই-এর পরিশুদ্ধ পানীয় জলের মোবাইল ভ্যান ভোলাডাঙা গ্রামে পাঠানো হয়। ওই মোবাইল ভ্যান থেকেই গ্রামবাসীদের পরিশুদ্ধ পানীয় জল পেয়েছেন। এর সঙ্গে সাড়ে ৫ হাজার জলের পাউচও বিলি করা হয়েছে।” বৃহস্পতিবার ফের দু’জন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের পলসণ্ডা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। বিডিও সায়ন দাশগুপ্ত বলেন, “ভোল্লাডাঙা, সাজুইমাটি এবং গৌরাঙ্গডাঙায় বেশ কয়েকটি নলকূপ রয়েছে। তার মধ্যে গৌরাঙ্গডাঙার ১টি নলকূপ নষ্ট হয়ে গিয়েছে। জলস্তর নেমে যাওয়ায় নলকূপে জল উঠছিল না। সেগুলি সংস্কার করায় সমস্যা মিটে গিয়েছে।”এ দিকে জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আরএসপি-র জ্যোৎস্না সেন বলেন, “ধানকা-হাঁসদা সজলধারা প্রকল্পের আওতায় নবগ্রামের আদিবাসীপাড়ায় জল সরবরাহের কাজ থমকে রয়েছে।” বুধবার তিনি জেলাশাসকের সঙ্গে দেখা করে ওই প্রকল্পের কাজ দ্রুত শুরু করার আবেদন জানান।
|
বিশ্ব ধূমপান বিরোধী দিবসে পুরুলিয়া শহরে মিছিল। নিজস্ব চিত্র। |