আজকের শিরোনাম
বিজেপি মুখপত্রে সমালোচনা মোদীর
বিজেপি দলের গঠনতন্ত্র সম্পর্কিত আডবাণীর মন্তব্যের পর এবার নরেন্দ্র মোদীর সমালোচনায় মুখর বিজেপি-র মুখপত্র কমল সন্দেশ। মুম্বইতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে গঠনতন্ত্র সম্পর্কিত যে প্রস্তাব পেশ করা হয় তার বিরোধিতা করেছিলেন দলের একাংশ। গডকড়ীর পরপর দু’দফায় সভাপতি হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন আডবাণীও। নিজের ব্লগে নাম না করে গডকড়ীর নেতৃত্ব নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। আবার যেহেতু সঙ্ঘপ্রধান মোহন ভাগবত গডকড়ীকেই সভাপতি করতে চাইছেন তাই এই অন্তর্ঘাত সহজে মিটবে না বলে মনে করছে রাজনৈতিক শিবির। কিন্তু সন্দেশে প্রকাশিত মন্তব্য এই বিতর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। ক্ষমতার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে মোদী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন বলে দাবি বিজেপি মুখপত্র সন্দেশের। সম্পাদকীয়তে দলের সাংগঠনিক ত্রুটির কথা বলে আক্ষেপ করা হয়েছে। সেখানে মন্তব্য করা হয়েছে, ক্ষমতার সিঁড়িতে ওঠা ভাল কিন্তু সেই সঙ্গে ব্যক্তিগত চেতনার মানও উন্নত হওয়া উচিত। একসময় ক্ষমতা থেকে সরে যেতে হবে জেনেও এই ব্যক্তি তাঁর নীচে থাকা মানুষদের হেয় করে চলেছেন। এই বিস্ফোরক তথ্য দলের অস্বস্তি আরও এক ধাপ বাড়িয়ে দিল বলে মনে করছেন অনেকে।

সাগর ঘিরে পরিকল্পনা
আজ গঙ্গাসাগরে একগুচ্ছ নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর পর্যটন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি বলে জানা গেছে। প্রকল্পগুলির মধ্যে—
• মুড়িগঙ্গায় সাইক্লোন সেন্টারের শিলান্যাস করা হবে।
• নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পের আওতায় পাট্টা বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে, একবছরের মধ্যে পাট্টা দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
• সাগরের সঙ্গে রেল যোগাযোগের পাশাপাশি তৈরি হবে গভীর সমুদ্রবন্দর।
• ১০ একর জমিতে তৈরি করা হবে সাগরতীর্থ।
• অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য আবাসিক গৃহ সংস্কারের চেক প্রদান করা হবে।
• বিতরণ করা হল কিষাণ ক্রেডিট কার্ড।
• কপিল মুনির আশ্রমের সংস্কার কাজও শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে।

গুলিতে খুন রণবীর সেনার প্রধান ব্রহ্মেশ্বর সিংহ
অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে খুন হলেন রণবীর সেনার প্রধান ব্রহ্মেশ্বর সিংহ ওরফে মুখিয়াজি। আজ সকালে বিহারের ভোজপুরের নওদা থানার অন্তর্গত কাটিয়া মহল্লায় প্রাতঃভ্রমণের সময় এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রণবীর সেনার প্রতিষ্ঠাতা-প্রধান ব্রহ্মেশ্বর সিংহ একাধিক হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন। ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে লক্ষ্মণপুর দলিত গণহত্যায় অভিযুক্ত ছিলেন তিনি। আদালতের রায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তও হন। মুখিয়াজি খুনের খবর পাওয়া মাত্র রণবীর সেনার সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকেন। উচ্চপদস্থ পুলিশকর্তাদের গাড়িও ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে। এলাকায় কার্ফু জারি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মালদহের কালিয়াচকে অপহৃত ব্যবসায়ী
মালদহের কালিয়াচক থেকে অপহৃত হলেন পূর্ণিয়ার ব্যবসায়ী রাজেন্দ্র জয়সওয়াল। ব্যবসার কাজে তিনি মালদহে আসতেন বলে জানা গেছে। ব্যবসায় তার তিন লক্ষ টাকা দেনা হয়েছিল বলে পারিবারিক সূত্রে জানা যায়। দেনার কারণেই এই অপহরণ কিনা তা খতিয়ে দেখছে পুলিস। ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে দুষ্কৃতিরা। কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ ঠিকমত ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি ব্যবসায়ী পরিবারের। এই ব্যাপারে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা।

এবার ফুটবলে শাহরুখ
ক্রিকেটের পর এবার ফুটবলে বিনিয়োগ করতে চলেছেন কেকেআর মালিক শাহরুখ খান। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ৩০ কোটি টাকায় ডেম্পোর ৫০ শতাংশ শেয়ার কিনতে চলেছেন তিনি। তার কোম্পানী রেড চিলিজের সঙ্গে ডেম্পোর কথাবার্তা চলছে বলেও জানা গিয়েছে। ডেম্পো বেশ কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলে ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। এই বিনিয়োগের ফলে ভারতীয় ফুটবলের মান আরও বাড়তে বলে আশা করা যায়।

কলকাতায় ধৃত ৭ বাংলাদেশি
আজ উত্তর কলকাতার বিবেকানন্দ পার্ক এলাকা থেকে ধরা পড়ল সাত জন বাংলাদেশি। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় তারা ছিনতাইয়ের কাজ চালাচ্ছিল বলে গোয়েন্দা সূত্রের খবর। গতকাল দেড় লক্ষ টাকা ছিনতাই করে পালানোর সময় ২ জন ধরা পড়ে পুলিশের হাতে। তাদের সূত্র ধরে গ্রেফতার করা হয় বাকীদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাবাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.