জমিতে সব্জি তুলতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার জুনসরা গ্রামে। বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়হান শেখ(৫৬) নামে ওই প্রৌঢ় বাড়ির কাছেই নিজের জমিতে সব্জি তুলতে গিয়েছিলেন। হঠাৎ পিছন থেকে এক দাঁতাল তাঁকে আক্রমণ করে। হাতির দাঁতে পিঠ এ-ফোঁড় ও-ফোঁড় হয়ে যায়। গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করানোর সঙ্গে সঙ্গে তিনি মারা যান। ডিএফও (বাঁকুড়া উত্তর) এসকুলন ডেইভাল বলেন, “এ দিন সকালে তিনটি রেসিডেন্ট দাঁতাল ওই গ্রামে ঢুকেছিল। ওই কৃষক বুঝতে না পেরে নিজের সব্জি তুলছিলেন, তখনই পিছন থেকে এক দাঁতাল আক্রমণ করে। হাতিটির পায়ের ছাপ সংগ্রহ করে আচরণ লক্ষ্য করা হবে।” তিনি জানান, মৃতের পরিবারের হাতে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। ময়না-তদন্তের পরে ক্ষতিপূরণের আরও ৫০ হাজার টাকা পাবেন মৃতের পরিবার।
|