টুকরো খবর
পোস্টার লাগানো নিয়ে গোলমাল
পোস্টার লাগানোকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূলের মধ্যে হাতাহাতি হল দুর্গাপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভারতী এলাকায়। বুধবার রাতের ঘটনা। জখম অবস্থায় দুই সিপিএম সমর্থক ডিএসপি-র হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার দু’দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে এলাকায় প্রতিবাদ মিছিল করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ এলাকায় পোস্টার লাগাচ্ছিলেন সিপিএম কর্মী-সমর্থকেরা। সিপিএমের অভিযোগ, সেই সময় তৃণমূলের এক দল কর্মী এসে জানায়, ওই এলাকা তাঁদের। এখানে সিপিএমের পোস্টার লাগানো যাবে না। বচসা বেধে যায় দু’পক্ষের মধ্যে। ক্রমশ তা রূপ নেয় হাতাহাতিতে। জখম হন সিপিএম সমর্থক দুই ভাই প্রকাশতরু ও অশোকতরু চক্রবর্তী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরভোটে সিপিএমের প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দ্ চক্রবর্তীর দাবি, “ভোট ঘোষণার পর থেকেই লাগাতার সিপিএম কর্মী-সমর্থকদের হুমকি ও প্রচারে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।” স্থানীয় তৃণমূল নেতা সাজ্জাদ হোসেনের অভিযোগ, “সিপিএম জোর করে পোস্টার লাগাতে গেলে আমাদের দলের কর্মীরা বাধা দেন। কিন্তু ওরা আমাদের উপরে চড়াও হয়। তখনই কোনও ভাবে ওই দু’জনের আঘাত লাগতে পারে। কিন্তু আমাদের দলের কেউ ওদের মারবে বলে মারেনি।”

আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ২
নিজস্ব চিত্র।
আগ্নেয়াস্ত্র মিলল দুর্গাপুরে। বৃহস্পতিবার দুর্গাপুরের এডিসিপি (পূর্ব) শুভঙ্কর সিংহ সরকার জানান, সিটি সেন্টার এলাকা থেকে তিনটি পাইপগান, তিনটি একনলা বন্দুক ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ইউসুফ মল্লিক ও জাকির হুসেন নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাড়ি লবণাপাড়ায়। অস্ত্রগুলি নিয়ে স্কুটারে চড়ে যাওয়ার সময়ে পুলিশ তাদের ধরে। শুক্রবার সকালে লাউদোহার নাচনে একটি জঙ্গলে বস্তায় ভরা দু’টি পাইপগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল। পুলিশের অনুমান, পুরভোটে অশান্তি পাকাতে অস্ত্র জড়ো করার চেষ্টা চলছে।

ইট ছোড়াছুড়ি
পুরভোটের মুখে ফের রাজনৈতিক সংঘর্ষ হল দুর্গাপুরে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ ২১ নম্বর ওয়ার্ডের চুয়ান্নপুট এলাকায় সিপিএমের ফ্লেক্স ছেঁড়া নিয়ে তৃণমূলের সঙ্গে তাদের কর্মীদের ইট ছোড়াছুড়ি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোথায় কী
জামুড়িয়া: পালাকীর্তন। দরবারডাঙ্গা গঙ্গা মন্দির। রাত ৮ টা।
হিরাপুর: ফুটবল প্রতিযোগিতা। আমবাগান তার কাঁটা মাঠ। বিকাল ৪ টা। উদ্যোগ: ভারতী সঙ্ঘ।
হিরাপুর: দেবব্রত চট্টোপাধ্যায় ও শঙ্কর চট্টোপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা। বিসিসি মাঠ। সকাল ৭ টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.