|
|
|
|
কলকাতায় ক্রিকেট অ্যাকাডেমি গড়তে চান শাহরুখ, পাশে মমতা |
সুমিত ঘোষ • কলকাতা |
কলকাতার ‘দিল’ জিতে এ বার কলকাতাকে কিছু ফিরিয়ে দিতে চান শাহরুখ খান। এবং সেই ফিরিয়ে দেওয়ার প্রকল্পেও রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পাশে পেতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
কলকাতার জন্য আইপিএল জেতার স্বপ্নপূরণ করার পর এ বার শাহরুখের স্বপ্ন কলকাতায় ক্রিকেট অ্যাকাডেমি করা। সেই অ্যাকাডেমি নিয়ে রাজ্য সরকার যে তাঁর দিকে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই ব্যাপারে ইডেনের ড্রেসিং রুমে বসেই প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার মুম্বইয়ে নিজের বাংলো ‘মন্নতে’ বসে সাংবাদিক বৈঠকে শাহরুখ এই পরিকল্পনার কথা সর্বসমক্ষে বলেওছেন।
এমনিতে কেকেআর-কে সামনে রেখে কলকাতায় শাহরুখের ক্রিকেট অ্যাকাডেমির ভাবনার শুরু গত নভেম্বরে। যখন চলচ্চিত্র উৎসবে এসেছিলেন শাহরুখ। তখনই রাজ্য সরকার তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে। সেই সময় খুব প্রাথমিক ভাবে শাহরুখ এবং মমতার মধ্যে কথা হয়েছিল শহরে ক্রিকেট অ্যাকাডেমি করা নিয়ে। |
|
ট্রফি নিয়ে সাংবাদিক বৈঠকে। বুধবার মুম্বইয়ে। ছবি: এএফপি। |
মঙ্গলবার ইডেনে কেকেআর-এর উদ্বেল বিজয় সংবর্ধনা শেষে সেই ভাবনা আরও গতি পায়। সংবর্ধনা শেষে ইডেনের ড্রেসিংরুমে বসে শাহরুখ এবং মমতার একান্তে কথাবার্তা হয়। মুখ্যমন্ত্রীকে শাহরুখ বলেন, জীবনে তিনি অনেক কিছু পেয়েছেন। সুন্দর পরিবার। সুন্দর সন্তান। মহাতারকার নাম-যশ। কিন্তু ইডেনে কাপ নিয়ে ঢুকে মানুষের যা ভালবাসা পেলেন, তার সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না। কলকাতা দু’হাত বাড়িয়ে তাঁকে গ্রহণ করে নিয়েছে। এ বার তিনি কলকাতাকে কিছু ফিরিয়ে দিতে চান। তখনই প্রস্তাব ওঠে ক্রিকেট অ্যাকাডেমির। মমতা বলেন, রাজ্য সরকার অ্যাকাডেমির জন্য জমি দিতে প্রস্তুত।
প্রস্তাবিত জায়গার মধ্যে রাজারহাট রয়েছে। শাহরুখ বলেন, অ্যাকাডেমির খরচার একটা বড় অংশ তিনি বহন করবেন। বিশ্বস্ত সূত্রের খবর, রাজ্য সরকারও আর্থিক ভাবে সাহায্য করতে প্রস্তুত কিন্তু সেই সাহায্য তারা করতে চায় সিএবি-র মাধ্যমে। শাহরুখ-মমতা কথোপকথনের সময় সেখানে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়াও। সিএবি-কে কী ভাবে এই প্রকল্পের অন্তর্গত করা যায়, তা নিয়েও তখন কথা হয়।
এমনিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বা চেলসির ঢংয়ে অ্যাকাডেমি গড়ার ভাবনা শুরুর দিন থেকেই ছিল কেকেআর-এর। যেখানে ভবিষ্যতের খেলোয়াড় তৈরি করার জন্য অ্যাকাডেমি থাকবে। সমস্যা হচ্ছে, ভারতীয় বোর্ড আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের অ্যাকাডেমি নিয়ে এখনও পর্যন্ত কোনও নিয়মকানুন তৈরি করেনি। কেকেআর-এর এক সদস্য বলছিলেন, “ম্যান ইউ বা চেলসি যে খুদে ফুটবলারকে তৈরি করে সেখানে নিয়ম আছে, বড় হয়ে সেই প্লেয়ার তাদের হয়ে প্রথম খেলবে। এখানে সে রকম নিয়ম নেই। আমরা যাকে তৈরি করছি, সে আমাদের হয়েই খেলবে এমন নিশ্চয়তা কে দিতে পারবে?” তবু শাহরুখ-ঘনিষ্ঠরা কেউ কেউ বলছেন, ইডেনের সংবর্ধনা দেখে আপ্লুত কেকেআর মালিক নতুন ‘মিশন’ মাথায় ঢুকিয়ে ফেলেছেন। আর মাথায় যখন ঢুকিয়েছেন, আইপিএল জয়ের মতো অ্যাকাডেমির স্বপ্নও সফল করে ছাড়বেন। |
|
|
|
|
|