গরমে বন্ধ মাটিকাটা
বিপাকে পড়েছে প্রশাসন
রমে কাহিল দক্ষিণ দিনাজপুরে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিতকরণ প্রকল্পের কাজ নিয়ে বিপাকে পড়েছে প্রশাসন। জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস আশপাশে ঘোরাফেরা করছে। তাই সকালে অথবা বিকেলে মাটি কাটার কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “অসহ্য গরমেদুপুরে মাটি কাটার কাজ করা শ্রমিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে সকাল থেকে কাজ শুরু করতে বলা হয়েছে।” এনআরইজিএস প্রকল্পের নোডাল অফিসার কৌশিক সিংহ বলেন, “প্রয়োজনে বিকালে কাজ করা যেতে পারে।” চলতি বছরে জেলায় ৬০ কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা ধরে কাজ শুরু হয়েছে। কাজের গতি আনতে সেচ দফতরের সঙ্গে যৌথভাবে গঙ্গারামপুর, হিলি এবং কুশমন্ডি ব্লকে খাঁড়ি, বিল ও নদীবাঁধ সংস্কারের জন্য মাটি কাটার কাজ চলছে। কয়েকশো শ্রমিক প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন। কিন্তু গত এক সপ্তাহ থেকে জেলা জুড়ে দাবদাহের প্রকোপ বেড়ে চলায় কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। বেলা ১২টা থেকে গরম বাতাসের হল্কায় ঝলসে যাচ্ছে গ্রাম। ওই সময় বাসিন্দাদের কেউ কাজে যেতে চাইছেন না। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে সকালে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কাজের ক্ষেত্রেও কিছু ছাড় দেওয়ার কথা ভাবা হয়েছে। প্রশাসনের এক কর্তা জানান, শ্রমিক ৬২ সিএফটি মাটি কাটলে এক দিনের শ্রমদিবস হিসেবে ১৩০ টাকা মজুরি পেয়ে থাকে। দাবদাহের জন্য ওই শ্রমিক দু’দিনেও নিদিষ্ট মাটি কাটতে পারেন। একদিনের শ্রমদিবস হিসাবে মজুরি দেওয়া হবে। প্রশাসনের ওই সিদ্ধান্তে খুশি হিলি ব্লকের জামালপুরের ভালুকা বিলে মাটি কাটার কাজে যুক্ত শ্রমিকরা। গত মাস থেকে বিলের মাটি কাটার কাজ চলছে। কয়েকদিন থেকে অসহ্য গরমের জন্য দুপুরে কাজ করা সম্ভব হচ্ছে না। সকালে যতটা সম্ভব মাটি কেটে বাকিটা পরদিন শেষ করার সুবিধা পাওয়া গেলে ভাল। চলতি বছরে গঙ্গারামপুরের চালুন অঞ্চলে ২ কিলোমিটার পুণর্ভবা নদী বাঁধ সংস্কারের কাজে ৫৩১৮ শ্রমদিবসের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। হিলি সীমান্তের ধলপাড়ার গুচিনা বিল সংস্কারে ১৭৩২০ এবং জামালপুরে চেরি খাল সংস্কারে ১৬৩১৪ শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে সেচ দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে ১০০ দিনের প্রকল্পের কাজ চলছে। জামালপুরে ভালুকা বিলে মাটি কাটার কাজে শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬১৫৩। গত দু’মাসে ১০০ দিন প্রকল্পে সাড়ে ৫ কোটি টাকার উপরে খরচ হয়েছে। কাজে গতি অব্যাহত রাখতে সকালে কাজের সিদ্ধান্ত হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.