টুকরো খবর
ধর্ষিতার ডাক্তারি পরীক্ষায় দেরি,ক্ষুব্ধ আদালত
ধর্ষিত নাবালিকার ডাক্তারি পরীক্ষা এক দিন পরে হবে। লিখিত ভাবে আদালতে সে কথা জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। ক্ষুব্ধ বিচারক হাসপাতালের সুপার ও সংশ্লিষ্ট মেডিক্যাল অফিসারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেন। জানতে চাইলেন, গুরুত্বপূর্ণ ঘটনাটিকে কেন এত হালকা ভাবে দেখা হল। রবিবার ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষা হওয়ার কথা ছিল ঘাটাল মহকুমা হাসপাতালে। কিন্তু তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয় সোমবার ফের আসতে হবে। ঘাটালের এসিজেএমকে সে কথা লিখিত ভাবে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই এসিজেএম অম্বরীশ ঘোষ হাসপাতালের সুপার ও সংশ্লিষ্ট মেডিক্যাল অফিসারকে কাল, মঙ্গলবার সকাল ১০টায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। জেলা জজ এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও বিষয়টি জানান বিচারক। আদালতের নির্দেশ পাওয়ার কথা স্বীকার করেছেন হাসপাতালের সুপার অনুরাধা দেব। তবে এ ব্যাপারে মন্তব্য করতে চাননি। জানা গিয়েছে, ওই সময় হাসপাতালে কর্তব্যরত ছিলেন এক মহিলা চিকিসক। পুলিশ সূত্রের খবর, চন্দ্রকোনা থানার রামজীবনপুর পুর-শহর সংলগ্ন বনপুরে গত ২২ মে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে আম দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে প্রতিবেশী এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত ভোলানাথ ঘোষ বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। শনিবার বিকালে মেয়েটির বাড়ির লোক চন্দ্রকোনা থানায় ধর্ষণের অভিযোগ করেন। রবিবার ভোলানাথকে গ্রেফতার করে পুলিশ। এ দিনই মেয়েটির ডাক্তারি পরীক্ষা হওয়ার কথা ছিল। তা না হলেও এ দিন আদালতে গোপন জবানবন্দি দিয়েছে ওই নাবালিকা।

নানা তথ্য জানতে চিঠি নার্সিংহোমকে
সরকারি হাসপাতালের চিকিৎসকেরা কাজে ফাঁকি দিয়ে নর্সিংহোমে চিকিৎসা করছেন কি না, তা জানতে কালনার ১৩টি নার্সিংহোম কর্তৃপক্ষকে চিঠি পাঠাল মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার মহকুমাশাসক সুমিতা বাগচি জানান, গত দু’মাসে নার্সিংহোমগুলিতে সরকারি হাসপাতালের কোন কোন চিকিৎসক কী কী সময়ে চিকিৎসা করেছেন, সেই তথ্য চাওয়া হচ্ছে। সম্প্রতি এসিএমওএইচ সুভাষচন্দ্র মণ্ডল ও মহকুমাশাসক একটি নার্সিংহোমে গিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা কোন কোন সময়ে সেখানে চিকিৎসা করেছেন, সে ব্যাপারে তথ্য সংগ্রহ করেন। মহকুমাশাসক এসিএমওএইচ-কে নির্দেশ দিয়েছিলেন, সরকারি হাসপাতালের কাজে ফাঁকি দিয়ে কোনও চিকিৎসক নার্সিংহোমে চিকিৎসা করেছেন কি না, সে ব্যাপারে রিপোর্ট দিতে। প্রশাসন সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মহকুমাশাসকের অফিসে এই রিপোর্ট জমা পড়ে। তাতে এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোন সময়ে সরকারি হাসপাতালে না গিয়ে নার্সিংহোমে চিকিৎসা করেছেন, তা সবিস্তার জানানো হয়েছে। মহকুমাশাসক বলেন, “এক চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ পাওয়া গিয়েছে। সরকারি হাসপাতালের যে সব ডাক্তার নার্সিংহোমে চিকিৎসা করেন, তাঁদের ব্যাপারে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি আমরা। সে জন্যই নার্সিংহোমগুলিকে চিঠি পাঠানো হচ্ছে। সমস্ত তথ্য পাওয়ার পরে বিষয়টি জেলাশাসককে জানানো হবে।”

বিষে মৃত্যু ব্যবসায়ীর
বিষক্রিয়ায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃতের নাম সমীর মহম্মদ (৬০)। বাড়ি উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার সমাসপুর এলাকায়। তিনি বিভিন্ন হাটে ধান ও পাট কেনাবেচার ব্যবসা করতেন। এ ছাড়া তিনি জমি লিজ নিয়ে চাষআবাদও করতেন।

স্বাস্থ্য পরীক্ষা শিবির রিষড়ায়
রিষড়ার টিসি মুখার্জি স্ট্রিট পূজা কমিটি এবং ‘ওয়েলনেস আরএক্স ফিজিওথেরাপি সেন্টার’-এর উদ্যোগে সম্প্রতি নিখরচায় ‘অর্থো-নিউরো রিহ্যাবিলিটেশন’ শিবিরের আয়োজন হয়েছিল। উদ্যোক্তারা জানান, কেন্দ্রীয় সরকারী সংস্থা ‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর দি অর্থোপেডিক্যালি হ্যানডিক্যাপড্’ থেকে ১০ জনের একটি বিশেষজ্ঞ দল উপস্থিত ছিল। তাঁরা ২৭৪ জন রোগীকে পরামর্শ দেন। ৫০ জন রোগীকে বিভিন্ন অর্থোটিক সরঞ্জাম (ট্রাই সাইকেল, কৃত্রিম পা, ব্রেস প্রভৃতি) দেওয়ার জন্য স্ক্রিনিং করা হয়। ১১ জনকে বনহুগলির হাসপাতালে নিখরচায় অস্ত্রোপচারের ব্যবস্থা হয়। অনুষ্ঠানে ‘স্ট্রোক’ নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয় সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে। এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়, রিষড়ার পুরপ্রধান শঙ্কর সাউ উপস্থিত ছিলেন।

হ্যানিম্যান-স্মরণে
হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যানের ২৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রতি নানা কর্মসূচি পালিত হল উত্তরপাড়ার রাজা প্যারীমোহন কলেজের শতবার্ষিকী হলে। হুগলি জেলা কো-অর্ডিনেশন কমিটির সহযোগিতায় ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল বালি ঘোষপাড়ার ‘ডক্টরস্ কর্নার’।

স্বাস্থ্য পরীক্ষা
সাঁইথিয়ার আমোদপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রবিবার লাভপুরে চৌহাট্টা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা শিবির। সংস্থার সম্পাদক সুচেতা মুখোপাধ্যায় মজুমদার জানান, ৪২ জনের স্বাস্থ্যপরীক্ষা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.