নোটিস বোর্ড
• পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম ইউনিভার্সিটি বিভিন্ন বিষয়ে বি টেক প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন জমা নিচ্ছে। যে সব ইঞ্জিনিয়ারিং-এর বিষয়ে বি টেক পড়া যাবে সেগুলি হল
১) পেট্রোলিয়াম;
২) ইলেকট্রিক্যাল;
৩) মেকানিক্যাল;
৪) ইন্ডাসট্রিয়াল;
৫) কেমিক্যাল এবং
৬) সিভিল।
যে সব ছাত্রছাত্রী সর্বভারতীয় এআইইইই পরীক্ষা দিয়েছে এবং হায়ার সেকেন্ডারি বা সমতুল পরীক্ষায় সায়েন্স-এর থিয়োরিতে (ফিজিক্স, কেমিস্ট্রি এবং অঙ্ক) ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছে তারা আবেদন করতে পারে। অনলাইন প্রক্রিয়া কিংবা আবেদনের মাধ্যমে ফর্ম জমা করা যাবে। জমা দেওয়ার শেষ তারিখ ৯ জুন। ওয়েবসাইট: www.pdpu.ac.in

• ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস-এ বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য ফর্ম দিচ্ছে। কোর্সগুলি:
১) নার্সিং-এ বি এসসি,
২) রেডিয়োগ্রাফিতে বি এসসি,
৩) অ্যানেস্থেশিয়া টেকনলজিতে বি এসসি,
৪) ক্লিনিক্যাল নিউরোফিজিয়োলজি টেকনলজিতে ডিপ্লোমা। অনলাইন প্রক্রিয়া এবং অফলাইন দু’ভাবেই পাঠানো যাবে আবেদন। অনলাইন পদ্ধতিতে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ জুন। আর পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে ২৫ জুন পর্যন্ত। ওয়েবসাইট: http://www.nimhans.kar.nic.in/

• গুজরাত ফরেনসিক সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানের অন্তর্গত ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স-এ যে কোর্সগুলি পড়া যাবে সেগুলি হল
১) ফরেনসিক সায়েন্সে এম এসসি, দু’বছর,
২) ডিজিটাল ফরেনসিক্স অ্যান্ড ইনফরমেশন অ্যাসিয়োরেন্স-এ এম এস, দু’বছর,
৩) ফরেনসিক অ্যাকাউনটিং-এ পি জি ডিপ্লোমা, এক বছর,
৪) ফরেনসিক ম্যানেজমেন্ট-এ পি জি ডিপ্লোমা, এক বছর,
৫) ফিঙ্গারপ্রিন্ট সায়েন্স-এ পি জি ডিপ্লোমা, এক বছর,
৬) ফরেনসিক ডকুমেন্ট এগজামিনেশন -এ পি জি ডিপ্লোমা, এক বছর। এ ছাড়াও প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অব বিহেভিয়োরাল সায়েন্স এবং ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এ আরও নানা ধরনের কোর্স করা যায়। সব ক’টি কোর্সের ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন ফি ১০০০ টাকা। ওয়েবসাইট: http://www.gfsu.edu.in/

• সুগুনা ইনস্টিটিউট অব পোল্ট্রি ম্যানেজমেন্ট-এ পোল্ট্রি এবং আনুষঙ্গিক বিষয়ে বিভিন্ন কোর্স করা যায়। এখানে এক বছরের ডিপ্লোমা কোর্স রয়েছে ব্রয়লার প্রোডাকশন ম্যানেজমেন্ট এবং ব্রয়লার ব্রিডার প্রোডাকশন ম্যানেজমেন্ট-এ। এ ছাড়াও এখানে কমার্শিয়াল ব্রয়লার ম্যানেজমেন্ট, ব্রয়লার ব্রিডার ম্যানেজমেন্ট, ফিড ম্যানুফ্যাকচারিং টেকনলজি, ইনকিউবেশন অ্যান্ড হ্যাচারি ম্যানেজমেন্ট এবং পোল্ট্রি হেলথ ম্যানেজমেন্ট-এ সার্টিফিকেট কোর্স আছে। মেয়াদ তিন মাস। ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে যোগ্যতা: বিজ্ঞান (ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি) সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ। অগস্ট মাসে শুরু হওয়া কোর্সের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২ জুলাই। যোগাযোগ: (০) ৯৩৮০০৪৮০৮৮। ই-মেল: admissions@sugunainstitute.com

• ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব সায়েন্স অ্যান্ড টেকনলজিতে জিয়োইনফরমেটিক্স-এ এক বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স করা যাচ্ছে। ফোন: ২৫৬৯-৩৭২২/ ৩৭৩৬।

• রানি বিড়লা গার্লস’ কলেজে ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল ডিজাইন-এ তিন বছরের স্নাতক কোর্স করা যাচ্ছে। বিশদ জানতে যোগযোগ করতে হবে ২২৮৭৫৫০৯/ ২২৮৩৫৭৯৭ নম্বরে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.