ফিজিয়োথেরাপি নিয়ে চর্চা
রাজ্যে ফিজিয়োথেরাপি নিয়ে পড়ার জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনস বোর্ড পরিচালিত জেনপার (JENPARH) পরীক্ষাটিতে বসতে হয়। পরীক্ষায় বসার জন্য শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা এবং অন্য যে-কোনও একটি ভাষা-সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে। এ রাজ্যে ফিজিয়োথেরাপিতে ব্যাচলর্স-এর পাশাপাশি মাস্টার্স-ও পড়ানো হয় কিছু প্রতিষ্ঠানে। বনহুগলির ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড-এ (http://www.nioh.in/nioh2010/index.html) সাড়ে ৪ বছরের বিপিটি এবং ২ বছরের এমপিটি কোর্স করানো হয়। ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (http://www.ipgmer.gov.in/), নোপানি ইনস্টিটিউট অব হেলথ কেয়ার স্টাডিজ (http://www.nihs.ac.in/), প্যারামেডিক্যাল কলেজ দুর্গাপুর (http://paramedicalcollege.org) ইত্যাদিতে বিপিটি কোর্স করানো হয়। আর রাজ্যের বাইরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউট ফর দ্য ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ড (http://www.iphnewdelhi.in/), গুরু নানক দেব ইউনিভার্সিটি, পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (http://pgimer.nic.in/)-এর মতো অনেক প্রতিষ্ঠানে ফিজিয়োথেরাপি এবং আনুষঙ্গিক বিষয়ে নানা ধরনের কোর্স করতে পারে ছেলেমেয়েরা।
• স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সের পাশাপাশি এই বিষয়ে ডিপ্লোমা কোর্সও রয়েছে বহু প্রতিষ্ঠানে।
• অধিকাংশ প্রতিষ্ঠানেই ভর্তি হতে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়।
• কাজের সুযোগ রয়েছে স্বাস্থ্য দফতর, সরকারি ও বেসরকারি নার্সিংহোম কিংবা প্রতিবন্ধী পুনর্বাসনকেন্দ্রে।
স্নাতক স্তরে পড়ছি। ভবিষ্যতে লজিস্টিক্স ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাই। কোথায় পড়া যাবে? দূরশিক্ষার মাধ্যমে বিষয়টি পড়া যায়?
তপন কর, বিষ্ণুপুর

গ্র্যাজুয়েশনের পর লজিস্টিক ম্যানেজমেন্টে ডিপ্লোমা এবং ডিগ্রি দু’ধরনের কোর্সই করা যায়। লজিস্টিক্স ম্যানেজমেন্ট পড়ানো হয়, এ রকম প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথমেই আসে নভি মুম্বই-এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেটারিয়ালস ম্যানেজমেন্ট। এখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লজিস্টিক্স ম্যানেজমেন্টের (www.iimm.org) ১ বছরের করেসপনন্ডেন্স কোর্স পড়ানো হয়। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্নদের ২ বছরের এবং অন্যান্য বিষয়ের ডিগ্রি থাকলে, ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এই কোর্স করা যায়। কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, পুণে, দিল্লি, ভদোদরা এবং কোচিনে এর শাখা রয়েছে। পুণের ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ (www.ibmr.org)-এ মেটারিয়ালস অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট-এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পড়ানো হয়। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকেরাই এই কোর্স করতে পারে। এ ছাড়াও কোনও রাজ্যের অথবা কেন্দ্রের বোর্ড অব টেকনিক্যাল এডুকেশনের ডিপ্লোমা কোর্স করা থাকলেও এই কোর্স পড়া যাবে। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে (http://www.snccal.edu.cop/logistics.htm) লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্টে ডিপ্লোমা কোর্স আছে। ১ বছরের এই কোর্স করার জন্য উচ্চ মাধ্যমিকে অঙ্ক বা বিজনেস ম্যাথামেটিক্স নিয়ে পাশ করার পর যে কোনও শাখার গ্র্যাজুয়েট হতে হবে। আই আই এস ডব্লু বি এম (http://www.iiswbm.edu)-এ মাস্টার্স ইন পাবলিক সিস্টেমস ম্যানেজমেন্ট-এ ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট-এ স্পেশালাইজেশন করা যায়। এ ছাড়া, ইন্ডিয়ান রেলওয়ে জ ইনস্টিটিউট অব লজিস্টিক্স অ্যান্ড মেটারিয়ালস ম্যানেজমেন্ট-এ (http://www.irilmm.com) দূরশিক্ষার মাধ্যমে পাবলিক প্রোকিয়োরমেন্ট অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট-এ ১ বছরের ডিপ্লোমা কোর্স পড়ানো হয়।

একাদশ শ্রেণিতে পড়ছি। ভবিষ্যতে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়তে চাই। কোথায় পড়া যাবে? পাঠ্যক্রম কোন ভাষা মাধ্যমে? উচ্চশিক্ষার সুযোগ কেমন?
সুমন ব্যানার্জি, বেলডাঙা

ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি পলিটিকাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের শাখা। উচ্চ মাধ্যমিক স্তরে রাষ্ট্রবিজ্ঞান না থাকলেও বিষয়টি পড়া যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নামে বিভাগ থাকলেও এখানে গ্র্যাজুয়েশন স্তরে পলিটিক্যাল সায়েন্সে ডিগ্রি দেওয়া হয়। মাস্টার্স পর্যায়ে ডিগ্রির নাম পলিটিক্যাল সায়েন্স উইথ ইন্টারন্যাশনাল রিলেশনস। যাদবপুরে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের পর অ্যাডমিশন টেস্ট নিয়ে ভর্তি করা হয়। এম এ-র ক্ষেত্রেও ভর্তির পরীক্ষা নেওয়া হয়। এখানে এম ফিল-ও করানো হয়। বি এ ক্লাসের পড়া বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সম্ভব। তবে, স্নাতকোত্তর স্তরের বই ইংরেজিতে বেশি। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে এম এ পড়া যায়। পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস-এ এম এ কোর্স আছে। এ ছাড়া এখানে এম ফিল ও পিএইচ ডি-ও পড়া যায়। কেরল-এর মহাত্মা গাঁধী বিশ্ববিদ্যালয়েও পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনস-এ এম এ, এম ফিল ও পিএইচ ডি কোর্স আছে।
ফোকাস


শিক্ষক, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়
স্নাতক স্তরে কৃষিবিজ্ঞান নিয়ে পড়তে চাই। কোথায় পড়ব? রাজ্যের বাইরে কোথায় পড়া যাবে?
পত্রলেখা দাস, বারাসাত

রাজ্যে স্নাতকস্তরে কৃষিবিজ্ঞান বা এগ্রিকালচারাল সায়েন্স-এ ৪ বছরের ডিগ্রি কোর্স পড়া যায় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর এবং ইনস্টিটিউট অব এগ্রিকালচার শ্রীনিকেতন-এ। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক ও বায়োলজি সহ উচ্চ মাধ্যমিক অথবা এগ্রিকালচার নিয়ে ভোকেশনাল স্ট্রিমে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলে এই বিষয়টি পড়া যায়। এ ছাড়া সর্বভারতীয় স্তরের উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান হল পঞ্জাব এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, হরিয়ানা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, তামিলনাড়ু এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল সায়েন্সেস, ব্যাঙ্গালোর এবং ধারওয়ার, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট দিল্লি ইত্যাদি। এই সব প্রতিষ্ঠানে বি এসসি-তে ভর্তির জন্য অল ইন্ডিয়া এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। দেশের অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু আসনেও এর মাধ্যমেই ভর্তি করা হয়।
দেশের ভিতরে পড়াশোনা, ট্রেনিং-এর নানান সুযোগসুবিধের
বিষয় জানানো হবে এই কলামে। এ বিষয়ে প্রশ্ন পাঠাও।
খামের উপর লেখো:

হোম পেজ, প্রস্তুতি,


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.