টুকরো খবর
বধূর মৃত্যুর জেরে উত্তেজনা আরামবাগে
এক বধূর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আরামবাগের গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ১৩ মে সন্ধ্যায় আরামবাগের হিয়াতপুরের বাসিন্দা ববি মুখোপাধ্যায় (৩২) নামে ওই বধূকে সাপে ছোবল দেয় বলে দাবি। শুক্রবার সকালে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সেখানে দেহের ময়না-তদন্ত করা হয়। মৃতার বাপের বাড়ির লোকজন অবশ্য অভিযোগ তোলেন, বিষ খাইয়ে ওই বধূকে মেরে ফেলেছেন শ্বশুরবাড়ির লোকেরা। যদিও পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি তাঁরা। বাপের বাড়ির লোকেরা দেহ সৎকারে ‘জটিলতা’ সৃষ্টি করে বলে পাল্টা অভিযোগ তোলেন শ্বশুরবাড়ির লোকজন এবং তাঁদের প্রতিবেশীরা। তাঁদের দাবি, পুলিশের সাহায্য চেয়েও তাঁরা তা পাননি। শনিবার রাত ২টো থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত দেহ নিয়ে হিয়াতপুরে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ ঘটনাস্থলে যায়। এ দিন সকালে দেহ সৎকার হয়।

ছাত্রী-সহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু
শনিবার রাতে হুগলির আরামবাগ মহকুমায় দু’টি বিচ্ছিন্ন ঘটনায় এক ছাত্রী-সহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, পুড়শুড়ার রাউতারা গ্রামে মানসিক অবসাদের জেরে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী বিষ খান। আরামবাগ মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃতার নাম সাগরিকা রায় (২০)। দেহ ময়না-তদন্ত করানো হয় বলে জানিয়েছে পুলিশ। অন্য দিকে, গোঘাটের শ্রীপুর গ্রামে অখিলচন্দ্র কর্মকার (৪২) নামে এক স্বর্ণ-ব্যবসায়ী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মঘাতী হন বলে তদন্তকারী পুলিশ অফিসারদের অনুমান।

নববর্ষ বরণের অনুষ্ঠান স্কুলে
সম্প্রতি বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সঙ্ঘের উদ্যোগে এবং উলুবেড়িয়া আঞ্চলিক বর্ষবরণ উৎসব কমিটির পরিচালনায় কুলগাছিয়ার শ্রীকৃষ্ণপুর চিত্তরঞ্জনপুর হাইস্কুলে ‘নিখিলবঙ্গ নববর্ষ উৎসব’ পালিত হল। এলাকার বিভিন্ন স্কুলের প্রায় ৪০০ ছাত্রছাত্রী অনুষ্ঠানে মার্চপাস্ট এবং প্যারেড করে। গত ১৪ জানুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ওই সব স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ব্রতচারী, খোখো এবং প্যারেড নিয়ে দু’দিনের কর্মশালা পালিত হয়েছিল। বর্ষবরণের অনুষ্ঠানের দিন ওই কর্মশালায় যোগদানকারী ছাত্রছাত্রীদের শংসাপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলে ডিআইজি (ট্র্যাফিক) কে কে মল্লিক এবং উলুবেড়িয়া মহকুমা প্রশাসনের কর্তারা।

নজরুল জন্মজয়ন্তী পালিত খানাকুলে
শুক্রবার নজরুল জন্মজয়ন্তী পালিত হল আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গায়। সরকারি ভাবে মহকুমার মূল অনুষ্ঠানটি হয়েছে খানাকুলের বালিপুর কালীতলায়। মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন আরামবাগের সাংসদ শক্তিমোহন মালিক, মহকুমাশাসক অরিন্দম নিয়োগী, শিক্ষাবিদ অমরেন্দ্রনাথ আদক প্রমুখ। অনুষ্ঠানে গান, আবৃত্তি, আলোচনা হয়েছে। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মহকুমা তথ্য আধিকারিক ভাস্করজ্যোতি বেরা।

আদালতে ধর্মঘট
আরামবাগ আদালতে শূন্যপদ পূরণের দাবিতে ধর্মঘটের সিদ্ধান্ত নিল এখানকার বার অ্যাসোসিয়েশন। আজ, সোমবার থেকে টানা ১৬ দিন ধর্মঘট চলবে বলে তারা জানিয়েছে। ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনও এই ধর্মঘটে সামিল হচ্ছে। আরামবাগ বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অরূপ হাজরা বলেন, “কর্মীর অভাবে আদালতের পরিষেবা প্রায় স্তব্ধ হতে বসেছে। প্রয়োজনের তুলনায় সিকি ভাগ কর্মী নিয়ে কাজকর্ম চলছে।”

রবীন্দ্র-নজরুল স্মরণে অনুষ্ঠান
শনিবার সন্ধ্যায় আরামবাগ সাহিত্য ও শিল্প পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মোৎসব পালিত হয়। শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রেক্ষাগৃহে ওই অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীত ও শ্রুতিনাটক পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শেখ হাসান ইমাম, বাণীপ্রসাদ সেন, রথীন্দ্রনাথ হাজরা প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.