পুরভোটে নির্দল
কেউ প্রার্থী ভাল কাজের ‘নেশায়’, কেউ বিতৃষ্ণায়
বার তাঁরা সংখ্যায় বেড়েছেন।
কেউ প্রকৃতই নির্দল। কারও আবার দল ‘থাকা’ সত্ত্বেও নির্দল। তবে এ বারের পুরভোটে দুর্গাপুরের ১২টি ওয়ার্ডের ফলাফল ওলট-পালট হয়ে যেতে পারে তাঁদের জন্যই।
২০০৭ সালে দুর্গাপুরে পুরভোটে নির্দল প্রার্থীর সংখ্যা ছিল ১২। এ বার রয়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে অধিকাংশই এলাকায় তৃণমূলের কর্মী হিসেবে পরিচিত। তাই মুখে স্বীকার না করলেও বামফ্রন্ট আশাবাদী, ওই সব ওয়ার্ডে তাদের খানিকটা হলেও সুবিধা করে দেবেন নির্দল প্রার্থীরা।
পুরসভার ৪৩টি ওয়ার্ডের মধ্যে ১২টিতে মোট ১৩ জন নির্দল প্রার্থী লড়াইয়ে নেমেছেন। ২৪ নম্বর ওয়ার্ডে তাঁরা সংখ্যায় দু’জন। এই ওয়ার্ডের প্রার্থী রঞ্জন বাগদি প্রকৃতই ‘নির্দল’। মোবাইল ফোন সারাই করে সংসার চালান তিনি। বাড়িতে রয়েছেন আড়াই বছরের সন্তান ও স্ত্রী। তাঁর দাবি, মানুষের ভাল করার সদিচ্ছা রাজনৈতিক দলগুলির নেই। তাই ভোটে জিতে মানুষের জন্য কাজ করার নেশায় লড়াইয়ে নেমেছেন তিনি।
ওই ওয়ার্ডের অপর নির্দল প্রার্থী দেবু লোহার অবশ্য তৃণমূলের জন্মলগ্ন থেকেই এলাকায় দলের সংগঠন গড়ে তোলার কাজে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ বার আশা করেছিলেন, দল তাঁকে প্রার্থী করবে। আশাভঙ্গ হওয়ায় দাঁড়িয়ে পড়েছেন নির্দল হিসেবে। অনেকটা একই চিত্র ৩৯ নম্বর ওয়ার্ডেও। নির্দল প্রার্থী অরুণ দাসের দাবি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ। কারও কাছে তদ্বির না করায় তৃণমূলের প্রার্থীপদ পাননি। দল এই ওয়ার্ডে প্রার্থী করেছে ডিপিএলের আইএনটিটিইউসি নেতা দেবদাস মজুমদারকে। অরুণবাবুর অবশ্য দাবি, মানুষ তাঁকে প্রার্থী হিসেবে চেয়েছেন বলেই নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েছেন তিনি। দেবদাসবাবুর অবশ্য দাবি, অরুণবাবুর এলাকায় তেমন পরিচিতি নেই। তাই তিনি প্রার্থী হওয়ার জন্য বিশেষ অসুবিধা হবে না।
১৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী নুতন চৌধুরী একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। তাঁর স্বামী তথা নির্বাচনী এজেন্ট বিজয়কুমার চৌধুরী আগে তৃণমূল করতেন। এখন নানা কারণে ‘বীতশ্রদ্ধ’। তাঁর অভিযোগ, “সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া লোকজন এখন দলের সম্পদ। দলে আজ আর আমাদের কোনও গুরুত্ব নেই। তা ছাড়া গোষ্ঠীদ্বন্দ্ব তো লেগেই আছে।” বিমা সংস্থার কর্মী বিজয়বাবু স্ত্রীকে নির্দল হিসেবে প্রার্থী করেছেন। তাঁর দাবি, এলাকার বেশ কিছু তৃণমূল নেতা-কর্মীও তাঁর স্ত্রীর সমর্থনে রয়েছেন। ২৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী বেবি মাইতিকেও এলাকার মানুষ তৃণমূল কর্মী হিসেবেই চেনেন।
২০০৭ সালের পুরভোটে ৩৮ নম্বর ওয়ার্ডটি সিপিএমের থেকে ছিনিয়ে নেয় কংগ্রেস। দলের প্রার্থী আলো সাঁতরা জেতেন ৩২৯ ভোটে। এই জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তৎকালীন কংগ্রেস নেতা অরবিন্দ নন্দীর। পরে তিনি যোগ দেন তৃণমূলে। কিন্তু দল এ বার তাঁকে প্রার্থী না করায় নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তিনি। অরবিন্দবাবুর দাবি, এলাকার উন্নয়নের জন্য বরাবর তিনি সচেষ্ট। কিন্তু কংগ্রেস বা তৃণমূল, কেউই তাঁকে উপযুক্ত ‘মর্যাদা’ না দেওয়ায় এ বার তিনি নির্দল। প্রচারে বেরিয়েও ভাল সাড়া পাচ্ছেন বলে দাবি তাঁর। এই ওয়ার্ডে আগের বার কংগ্রেস ও তৃণমূলের মধ্যে অঘোষিত জোট হয়েছিল। তবে এ বার তৃণমূল আলাদা প্রার্থী দিয়েছে। তাই ৩৮ নম্বরে লড়াই এ বার জোরদার।
১১ নম্বর ওয়ার্ডের বুলু বাউড়ি, ৩২ নম্বরে নিয়তি মান্ডি, ৩৭ নম্বরে কল্যাণী মাহাতোরাও লড়াইয়ে রয়েছেন। বুলুদেবী প্রকৃতপক্ষে এসইউসি কর্মী। কিন্তু মনোনয়ন দাখিল পর্বে কাগজপত্রের সমস্যার কারণে তিনি নির্দল হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। নিয়তিদেবী জানান, তাঁর ওয়ার্ডে বহু মানুষই সিপিএম এবং তৃণমূল, দু’দলের থেকেই মুখ ফিরিয়েছেন। তাঁদের মুখ চেয়েই দাঁড়িয়েছেন তিনি। কল্যাণীদেবীর স্বামী ও ছেলে মারা গিয়েছেন। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। নানা সামাজিক কাজকর্মে জড়িয়ে তিনি। কাজের আরও বড় সুযোগের আশায় প্রার্থী হয়েছেন তিনি। ৩ জুনের বৈতরণী তাঁদের কত জন পেরোতে পারেন, তা-ই এখন দেখার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.