টুকরো খবর
হাফিজ-তথ্য পাক-আদালতে পেশের দাবি
আদালতে লস্কর প্রধান হাফিজ সইদের বিচারের জন্য প্রয়োজনীয় প্রমাণ নয়াদিল্লি দেয়নি বলে দাবি করে ইসলামাবাদ। কিন্তু এ দিন এখানে স্বরাষ্ট্রসচিবদের বৈঠকের প্রথম দিনেই ভারত প্রশ্ন তুলল, অতিরিক্ত তথ্য প্রমাণ আগেই পাকিস্তানকে দেওয়া হয়েছে। আদালতে তা কেন ব্যবহার করছে না পাকিস্তান? সেই সঙ্গে দাউদ ইব্রাহিম-সহ পাকিস্তানে আশ্রিত ইন্ডিয়ান মুজাহিদিনের কিছু জঙ্গিকে প্রত্যর্পণের দাবিও জানানো হয়েছে। বৈঠকের শেষে ভারতের স্বরাষ্ট্র সচিব আর কে সিংহ জানান, মার্চে পাকিস্তানের যে বিচারবিভাগীয় কমিশন মুম্বইয়ে এসেছিল, তাদের মুম্বই হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে অতিরিক্ত তথ্য প্রমাণ দেওয়া হয়েছে। প্রমাণ পাক আদালতে জমা দেওয়া হোক। পাকিস্তানও সমঝোতা এক্সপ্রেস-কাণ্ডে জড়িতদের শাস্তি নিয়ে চাপ তৈরি করে। আজকের বৈঠকে কথাও হয়েছে। ভারতের স্বরাষ্ট্র সচিব স্পষ্ট করেন, ২০০৮-এর মুম্বই হামলা আর ২০০৭-এর সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণকে এক করে দেখা উচিত নয়। কারণ মুম্বইয়ের ঘটনায় সীমান্ত পেরিয়ে জঙ্গিরা ভারতে এসেছিল। সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ হয়েছে ভারতের মাটিতে। তা ছাড়া, সমঝোতা বিস্ফোরণে অভিযুক্তদের ধরে করে চার্জশিটও দিয়েছে ভারত সরকার। মুম্বই হামলায় দোষীদের বিচারের ক্ষেত্রে পাকিস্তান টালবাহানা করছে বলে ভারতের অভিযোগ।

হাত বাড়াতেই ওবামা
তিন বছর আগে তোলা সেই ছবি।
মা-বাবা হতবাক। ছেলেটা করছে কী! পাঁচ বছরের জেকবের সামনের ততক্ষণে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর জেকবও প্রেসিডেন্টের চুলে হাত বুলিয়ে পরখ করছে, ওবামার চুলটা কি ঠিক তারই মতো? তিন বছর আগেকার ঘটনা ক্যামেরা-বন্দি হয়ে গিয়েছিল সে দিন। আর সেই থেকেই ছবিটা ঝুলছে হোয়াইট হাউসের দেওয়ালে। যে দেখেছে, সেই বলেছে ‘অসাধারণ’। এ ক’বছরে বদলে গিয়েছে জেকবের আশপাশের ছবিগুলো। তবে জেকবের ছবি সরছে না, সরবে না।

হেডলি মামলার মার্কিন কৌঁসুলি পদ ছাড়লেন
পদত্যাগ করলেন হেডলি-মামলায় মার্কিন সরকারের কৌঁসুলি প্যাট্রিক ফিটজেরাল্ড। ২০০৮-এ মুম্বইয়ে সন্ত্রাসবাদী হানায় অভিযুক্ত ডেভিড হেডলির বিরুদ্ধে মার্কিন সরকারের আইনজীবী ছিলেন ৫১ বছর বয়সী ফিটজেরাল্ড। সকলকে কিছুটা চমকে দিয়েই আজ হঠাৎ পদত্যাগ করার কথা ঘোষণা করেন তিনি। এক বিবৃতিতে তিনি জানান, ৩০ জুন আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করবেন। ১ সেপ্টেম্বর ২০১১-য় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ নিয়োগ করেন ফিটজেরাল্ডকে। তাঁকে পদে বহাল রাখেন বারাক ওবামা-ও। ফলে প্রায় বারো বছর একটানা সরকারি কৌঁসুলি পদে রইলেন তিনি।

তালিবান চক্রান্তে অসুস্থ ১২০ ছাত্রী
বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ল উত্তর আফগানিস্তানের বিবি হাজি স্কুলের অন্তত ১২০ জন ছাত্রী ও তিন শিক্ষিকা। অভিযোগ, তালিবান জঙ্গিরা শ্রেণিকক্ষে বিষাক্ত পদার্থ ছড়ানোয় অসুস্থ হয়ে পড়ে তারা। এক মাসে এমন ঘটনা এ দেশে দ্বিতীয় বার ঘটল। প্রাথমিক চিকিৎসার পর অনেককে ছেড়ে দেওয়া হলেও ৩ শিক্ষিকা-সহ ৩০ জন হাসপাতালে ভর্তি। তালিবান বরাবরই নারী-শিক্ষার বিরোধী। তাই মেয়েদের স্কুলগুলোকে আক্রমণের লক্ষ্য করছে তারা।

আল কায়দার সাইটে মার্কিন হানা
আল কায়দার ‘ঘরে’ হামলা চালালেন মার্কিন গোয়েন্দারা। ইয়েমেনে আল কায়দার সাইট হ্যাক করলেন তাঁরা। আজ এ কথা জানালেন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন। মার্কিন বিরোধী সব কথা সেই সাইট থেকে মুছে গোয়েন্দারা সেখানে লিখলেন ইয়েমেনে আল কায়দার হামলার কথা। লেখা হল, ইয়েমেনে কত লোক মারা গিয়েছেন আল কায়দার হানায়।

বাসে মায়ানমার
মায়ানমারে যাওয়ার জন্য বাস-পরিষেবার বিষয়টি অনুমোদন করল ভারত। বিমানের সংখ্যাও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে মায়ানমারের মান্দালয়ে বাস চালু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.