বিদ্যাসাগর পুরস্কারের জন্য তাঁর মনোনীত একজনের নাম বাদ দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বাংলা আকাদেমির চেয়ারম্যান মহাশ্বেতাদেবী। এমনকি তিনি বলেছেন ‘লেখক জীবনে এতবড় অপমানের সম্মুখীন হইনি’। বাংলা আকাদেমির চেয়ারম্যান পদ থেকেও তিনি পদত্যাগ করারও ইঙ্গিত দিয়েছেন।
|
স্কুল ছাত্রের ব্যাগে মিলল আগ্নেয়াস্ত্র |
হাওড়ার শিবপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র অভিষেক সিংহের ব্যাগ থেকে দু’রাউন্ড গুলি-সহ একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। গতকাল বিকেলে স্থানীয় সাহেব বাগানের মাঠে অভিষেক ও তার এক বন্ধু শচীন সিংহকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে মালিপাঁচঘড়া থানার পুলিশ। বিহারের কোনও বেআইনি অস্ত্রপাচার গোষ্ঠীর সঙ্গে ধৃতদের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আজ তাদের আদালতে তোলা হবে।
|
নীতীশ কুমারের কনভয়ে হামলা |
বিহারের বক্সার চৌসায় নীতীশ কুমারের সেবাযাত্রা কনভয়ে তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। চৌসায় নীতীশ কুমারের কনভয় পৌঁছলে স্থানীয় মানুষ জল ও বিদ্যুতের সমস্যা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার পর আচমকা তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর উড়ে আসে। তবে নীতীশ কুমারের কোনও আঘাত লাগেনি। এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
|
ধর্মঘটী পাইলটদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা |
টানা ১৬ দিন ধরে আলোচনায় কোনও ফল না হওয়ায় এ বার কড়া মনোভাব নিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সমস্ত ধর্মঘটী পাইলটদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করল এয়ার ইন্ডিয়া। আজ এই মামলার শুনানি হতে পারে।
|
প্রয়াত অভিনেত্রী তপতী দেবী |
মারা গেলেন প্রখ্যাত অভিনেত্রী তপতী দেবী। বহু দিন ধরে কিডনি সমস্যা জনিত কারনে তিনি অসুস্থ ছিলেন। ‘মহাপ্রস্থানের পথে’ ছবিতে প্রথম আত্মপ্রকাশ তাঁর। তার পর ‘শাপমোচন’, ‘মৌচাক’ ছাড়াও আরও অনেক বিখ্যাত বাংলা ছবিতে তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে বহু বিশিষ্ট শিল্পী শোক জ্ঞাপন করেছেন। |