টুকরো খবর
উপনির্বাচনের মনোনয়ন
ছবি: অভিজিৎ সিংহ।
মনোনয়ন পত্র গ্রহণের প্রথম দিনেই, শুক্রবার নিজের মনোনয়ন পত্র জমা দিলেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিনতি মিশ্র। তাঁর স্বামী তথা বাঁকুড়ার প্রাক্তন বিধায়ক কাশীনাথ মিশ্রের প্রয়াণে ১২ জুন এই কেন্দ্র উপনির্বাচন হচ্ছে। বাঁকুড়া সদর মহকুমাশাসক অরিন্দম রায়ের কাছে মনোনয়ন পত্র দিয়ে মিনতিদেবী বলেন, “স্বামীর আদর্শকে সামনে রেখেই চলছি। তাঁর মতই মানুষের পাশে থেকে কাজ করতে চাই।” জেলাশাসক গুলাম আলি আনসারি বলেন, “২৫ মে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রর ২৭৭টি বুছে ভোটার রয়েছেন ২ লক্ষ ১৮ হাজার ১২১ জন। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে।” তিনি জানান, ১৫ জুন বাঁকুড়া জেলা স্কুলে ভোট গণনা হবে।

জয়ী তৃণমূল
পাত্রসায়র ব্লকের বামিরা বিবেকানন্দ পাঠাগারের পরিচালন সমিতির সদস্য প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। টানা ২৫ বছর ধরে ওই পরিচালন সমিতি সিপিএমের দখলে ছিল। এ বার অবশ্য এই গ্রন্থাগারের নির্বাচনে কোনও প্রার্থী দিতে পারেনি সিপিএম। গ্রন্থাগারিক সুনীল নন্দী জানান, আগামী ২৭ মে পরিচালন সমিতির সদস্য প্রতিনিধিদের ৮টি আসনে ভোট হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তৃণমূলের প্যানেলের ৮ জন মনোনয়ন জমা দেন। আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় ওই ৮ জনকে জয়ী ঘোষণা করা হয়েছে। প্রার্থী দিতে না পারার জন্য তৃণমূলের সন্ত্রাসকে দায়ী করেছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

মেজিয়ায় বিক্ষোভ
ঠিকা শ্রমিকদের ‘গেটপাস’ কেড়ে নেওয়ার প্রতিবাদে আইএনটিটিইউসি-র কর্মীরা বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রায় এক সপ্তাহ ধরে অবস্থান বিক্ষোভ করছেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস মিত্র বলেন, “কিছু ঠিকা শ্রমিক নিয়ম না মানায় গেটপাস কেড়ে নেওয়া হয়। এ নিয়ে অবস্থান চললেও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে।”

পঞ্চায়েতে তালা
সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সিপিএম পরিচালিত হিড়বাঁধ পঞ্চায়েতে অফিসে শুক্রবার তালা ঝোলাল তৃণমূল। হিড়বাঁধ ব্লক তৃণমূল সভাপতি ধীরেন মাঝির অভিযোগ, “নানা প্রকল্পের কাজে দূর্নীতি চলছে। প্রধান না আসায় তালা লাগানো হয়।” যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান সিপিএমের ফনি ভুঁইয়া।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.