প্রাক্তন শিক্ষিকা খুনের মামলায় শুনানি ৩১শে |
অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেণু সরকার খুনের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে কী কী ধারায় মামলা রুজু হয়েছে, সে সবের শুনানির (চার্জ হিয়ারিং) জন্য ৩১ মে দিন ধার্য করল বোলপুরের ফাস্ট ট্র্যাক আদালত। মামলার সরকারি আইনজীবী তপনকুমার দে বলেন, “ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সোমেশপ্রসাদ সিংহের এজলাসে শুক্রবার রেণু সরকার খুনে অভিযুক্ত তিন জনকে হাজির করানো হয়। বিচারক ধৃতদের বিরুদ্ধে অভিযোগের ধারার শুনানির জন্য ৩১ তারিখ দিন ধার্য করেছেন। ওই দিন বিচারক ফের তাঁদের আদালতে হাজির করানোর নির্দেশ দেন।” শান্তিনিকেতনের বাগানপাড়ায় রেণুদেবীকে খুনে পুলিশ নিহতের বাড়ির কেয়ারটেকার-সহ তিন জনকে গ্রেফতার করে। বীরভূমের জেলা জজ মলয়মরুৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বোলপুর ফাস্ট ট্র্যাক আদালতে শুক্রবার থেকে বিচার শুরু হল। ধৃত কেয়ারটেকার উজ্জ্বল তপাদারের আইনজীবী সৈয়দ শাহিদুল আরেফিন এ দিন অভিযুক্তদের সিউড়ি জেলা সংশোধনাগারের পরিবর্তে বোলপুর সংশোধনাগারে রাখতে বিচারকের কাছে আবেদন জানান। ৩১ মে এই আবেদনেরও শুনানি হবে।
|
একটি পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে একটি সিমেন্ট বোঝাই দশচাকা লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ডাম্পার চালকের। জখম হয়ে চিকিৎসাধীন ওই গাড়ির খালাসিও। শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দুবরাজপুর থানা এলাকার সাতকেন্দুরী মোড়ে, পানাগড় -দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে। পুলিশ জানায় মৃতের নাম, দুলাল মুদী কোঁড়া (৫০ )। বাড়ি রাজনগর থানা এলাকার কেষ্টপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতকেন্দুরী মোড়ে রাস্তার ধারে একটি হোটেলের কাছে রাতভর বিশ্রামের পরে পাথর বোঝাই ডাম্পারটি যখন ইলামবাজারের দিকে যাচ্ছিল, তখন উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পার চালকের। খালাসিকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে পুলিশ আটক করেছে। তবে লরির চালক ও খালাসি পলাতক।
|
জলস্তর ক্রমশ নেমে যাচ্ছে। কিন্তু নলকূপ সংস্কার করা হচ্ছে না। এই অভিযোগে শুক্রবার নলহাটির ভগবতীপুর, কার্তিকডাঙা, কাঙলাপাহাড়ি -সহ পঞ্চায়েতের ৩৬টি গ্রামের নলকূপ সংস্কারের দাবিতে হরিদাসপুর পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। পঞ্চায়েত প্রধান শিষ মহম্মদ বলেন, “এলাকায় জলস্তর নীচে নেমে গিয়েছে। সব জায়গাতেই নলকূপ সংস্কারের প্রয়োজন পড়েছে। সংস্কারের কাজ চলছে।” তাঁর অভিযোগ, “বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তি ভাঙচুর করেন।”
|
পরিবারের অসতর্কে কেরোসিন খেয়ে মৃত্যু হল এক বছরের এক শিশুর। মুরারইয়ের কলহপুরের ঘটনা। বৃহস্পতিবার দুপুরে সেলিম শেখ নামে ওই শিশু খেলতে খেলতে কুপিতে থাকা কেরোসিন খেয়ে ফেলে। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে মুরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে সেলিমের মৃত্যু হয়।
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল পারমিতা দত্ত (২৬ ) নামে এক বধূর। বাড়ি রামপুরহাটের চাকাইপুরে।
|
ছাটাইয়ের প্রতিবাদে শুক্রবার এনবিএসটিসির সিউড়ি ডিপোতে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা। |