রাজকীয়
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সামনে কসরত দেখাচ্ছে ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনী। মারোয়াড়ি ঘোড়ায় সওয়ার তাঁরা।
রবিবার লন্ডনের উইন্ডসর দুর্গে রানির সিংহাসন প্রাপ্তির ৬০ বছর উপলক্ষে আয়োজিত হল এক বিরাট অনুষ্ঠান। হাজির হয়েছিলে
রাজস্থানের বেশ কিছু শিল্পী। রাজস্থানের কালবেলিয়া সাপুরে গোষ্ঠীর লোকসঙ্গীত শোনালেন ১২ জন গাইয়ে। ‘কুচি ঘোড়ি’ নাচ দেখালেন
ভারত থেকে আসা আট শিল্পী। সকলের নজর অবশ্য কেড়ে নিল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় সাড়ে পাঁচশ ঘোড়ার
নাচ। এর মধ্যে ছিল আটটি মারোয়াড়ি ঘোড়াও। তবে, সারা দুনিয়ায় ভারতীয় এই ঘোড়ার নামডাক থাকলেও,
মারোয়াড়ি ঘোড়া বাইরে পাঠানো নিয়ে ভারতে বেশ কড়াকড়ি রয়েছে। তাই রানির জন্য ওমান ও স্পেন থেকে
ঘোড়াগুলি আনেন ফ্রাঞ্চেসকা কেলি ও কানওয়ার রঘুবেন্দ্র সিংহ। তথ্য শ্রাবণী বসু, ছবি: এ এফ পি