|
|
|
|
অবশেষে জামিন হল সেই কমলেশের |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
অস্ত্র-আইনে দিন পনেরো আগে ঝাড়গ্রাম থেকে ধৃত ঝাড়খণ্ডী ছাত্রনেতা কমলেশ মাহাতোর জামিন মঞ্জুর করল আদালত। ‘মিথ্যা মামলা’য় তাঁর মক্কেলকে জেল খাটতে হচ্ছে অভিযোগ করে শুক্রবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে জামিনের আবেদন করেছিলেন ওই ছাত্রনেতার আইনজীবী কৌশিক সিংহ। জেল-হেফাজতে ‘মানসিক নির্যাতনে’ কমলেশ অসুস্থ হয়ে পড়েছেন এবং ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও তাঁকে অন্যায় ভাবে
|
নিজস্ব চিত্র। |
শয্যার সঙ্গে হাতকড়া দিয়ে বেঁধে রাখা হচ্ছে বলেও আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কৌশিকবাবু। এসিজেএম রোহন সিংহ কমলেশের জামিন মঞ্জুর করে আগামী ৫ জুন ফের আদালতে হাজিরার দিন ধার্য করেন। শনিবার বিকেলে মুক্তি পেয়ে বাবা বুদ্ধেশ্বরবাবুর সঙ্গে লালগড়ের গোপীনাথপুর গ্রামের বাড়িতে ফেরেন কমলেশ।
আতঙ্কিত বুদ্ধেশ্বরবাবুর অবশ্য প্রশ্ন, “বিরোধী ছাত্র-রাজনীতি করার জন্য ছেলেটাকে ফের মিথ্যে মামলায় ধরবে না তো পুলিশ!”
২৭ এপ্রিল ঝাড়গ্রাম শহর লাগোয়া এলাকা থেকে চার ফুটের একটি বন্দুক-সমেত কমলেশকে গ্রেফতার করা হয় বলে দাবি পুলিশের। বড়জোর ৫ ফুট উচ্চতার কমলেশ ৪ ফুট লম্বা বন্দুক নিয়ে ঘুরলেও পুলিশ ছাড়া কেউ কেন দেখতে পেল না, পর দিনই সেই প্রশ্ন উঠেছিল আদালতে। পুলিশ হেফাজতের আবেদন নাকচ করে সে সময়েই কমলেশকে জেল-হাজতে পাঠান ঝাড়গ্রামের এসিজেএম। এসিজেএমের নির্দেশ চ্যালেঞ্জ করে সরকারপক্ষ মেদিনীপুর জেলা আদালতে গেলেও এসিজেএমের নির্দেশই বহাল থাকে। |
|
|
|
|
|