সম্মেলনে দাবি এমপ্লয়িজ ফেডারেশনের
কর্তাদের বিবাদে ক্ষতি বন দফতরের
ন দফতরের দুই শীর্ষকর্তা পিসিসিএফ এমএ সুলতান এবং অতনু রাহার বিবাদের জেরে বিভাগীয় কাজের ক্ষতি হচ্ছে বলে দাবি করল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশন। বৃহস্পতিবার আলিপুরদুয়ার পুরসভা হলে সংগঠনের রাজ্য সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অমল সিংহ এ কথা জানান। তিনদিন সম্মেলন চলবে। অমলবাবুর দাবি, “দুই শীর্ষ বনকর্তার বিবাদের জের বন দফতরের কাজের ক্ষতি হচ্ছে। বিভ্রান্ত হচ্ছেন বনকর্মীরা। সুষ্ঠু কাজের পরিবেশের জন্য এটা বন্ধ হওয়া প্রয়োজন।” এমনকী, বেআইনি করাত কল বন্ধ করা নিয়ে পিসিসিএফ এম এ সুলতান অতটা তাড়াহুড়ো না-করলেও পারতেন বলে অমলবাবু মনে করেন। তিনি বলেন, “বাম আমলে গজিয়ে ওঠা বেআইনি করাত কলগুলিতে বহু মানুষ কাজ করেন। তাঁদের বিকল্প আয়ের সংস্থান না করে ১০ দিনের মধ্যে বেআইনি করাত কল বন্ধের সিদ্ধান্ত ভুল ছিল। ওই দুই বনকর্তার বিবাদের ফলে বনমন্ত্রী হিতেন বর্মন দফতরের উন্নয়নে গতি আনতে পারছেন না। আমাদের সংগঠন নতুন রাজ্য সরকারকে সব রকম সহযোগিতা করছে।” পাশাপাশি, দীর্ঘদিন ধরে একটি বিট বা রেঞ্জ অফিসে থাকা অফিসারদের বদলি দাবিও তোলা হয়েছে সম্মেলনে। অমলবাবুর অভিযোগ, বাম সংগঠনে থাকা বহু রেঞ্জ অফিসার ও বিট অফিসার ১০ থেকে ২৫ বছর ধরে একই জায়গায় রয়ে গিয়েছে। তাঁরা সেখানে মৌরসি পাট্টা চালাচ্ছেন। তিন বছরের বেশি কারও এক জায়গায় থাকার কথা নয়। বনমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। এতে বহু কর্মী, অফিসারেরা পদোন্নতি আটকে রয়েছে। এদিন সংগঠনের রাজ্য সম্মেলনে ‘জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট’ জোর দিয়ে জঙ্গল বাঁচানোর উদ্যোগ নেওয়ার দাবি তোলা হয়েছে। অমলবাবু জানান, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বনবস্তির বাসিন্দাদের নিয়ে তৈরি বন সুরক্ষা সমিতি (এসপিসি) ও ইকো ডেভেলপমেন্ট কমিটি (ইডিসি) সফল নয়। দক্ষিণবঙ্গে জঙ্গলের গাছের ডালপালা নিয়মিত ছাঁটাই করে তা জ্বালানি হিসেবে বিক্রি করা হয়। ওই টাকার একটা অংশ এফপিসি কমিটির সদস্যরা পান। উত্তরবঙ্গের জঙ্গলের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের বিষয়টি বাস্তবায়িত করতে বনদফতরের চিন্তাভাবনা করা উচিত। বনজ দ্রব্যের বিক্রির ব্যবস্থা, ইকো ট্যুরিজমকে আরও উৎসাহ দেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে সংগঠনের প্রতিনিধি আসেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রসের রাজ্য সহ-সভাপতি জহর মজুমদার ও রাজ্যের সাধারণ সম্পাদক নেতা মৃদুল গোস্বামী। সম্মেলনের শেষদিন সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি তৈরি করা হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.