টুকরো খবর
‘সত্যমেব জয়তে’র পর ৬৫টি সেন্টার বন্ধ হল মধ্যপ্রদেশে
কন্যাভ্রূণ হত্যা নিয়ে আমির খানের টিভি অনুষ্ঠান ‘সত্যমেব জয়তে’ প্রচারিত হওয়ার তিন দিন পরেই ৬৫টি মেডিক্যাল সেন্টার বন্ধ করে দিল মধ্যপ্রদেশের স্বাস্থ্য দফতর। অভিযোগ, ওই সেন্টারগুলিতে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয় না এই মর্মে কোনও রিপোর্ট জমা পড়েনি স্বাস্থ্য দফতরের কাছে। আগামী সোমবারের মধ্যে সেন্টারগুলি ওই রিপোর্ট জমা দিলে ফের সেগুলি খোলার অনুমতি দেওয়া হবে বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে। এ দিকে, আজ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের সঙ্গে দেখা করলেন আমির খান। ওই রাজ্যের কন্যাভ্রূণ হত্যার ঘটনা নিয়ে গহলৌতের সঙ্গে আমিরের কথা হয়েছে বলে সরকারি সূত্রের খবর।

আয়াদের নামের তালিকা তৈরির দাবি
সদ্যোজাত শিশুপুত্রকে চুরির চেষ্টার অভিযোগে ধৃত কাঁথি মহকুমা হাসপাতালের আয়া সুমি ওরফে মিনু মাঝিকে অসুস্থতার জন্য বুধবারও তোলা হল না কাঁথি আদালতে। এ দিকে, এই ঘটনাকে ঘিরে হাসপাতালে ভর্তি অন্য প্রসূতিদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। কাঁথি মহকুমা হাসপাতালে প্রায় ৪০ জন আয়া থাকলেও তাঁদের নামের কোনও তালিকা নেই। আয়াদের বিরুদ্ধে দেখভালে গাফিলতি, পারিশ্রমিক নিয়ে দরাদরি-সহ নানা অভিযোগ ওঠে প্রায়শই। তাই আয়াদের নামের তালিকা তৈরি ও পরিচয়পত্র প্রদান করে আচার-আচরণ নিয়ন্ত্রণের প্রস্তাব জানিয়ে মঙ্গলবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দাসের সঙ্গে কথা বলেন দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী ও জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। সোমবার বিকালে কাঁথি শহরের আঠিলাগড়ির বাসিন্দা ব্যোমকেশ বরের স্ত্রী চম্পাদেবী হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন। একটি ছেলে, অন্যটি মেয়ে। রাত ১০টা নাগাদ মহিলা বিভাগে কর্মরত আয়া সুমি চম্পাদেবীর একটি পুত্র সন্তানকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। দেখতে পেয়ে চম্পাদেবীর শাশুড়ি ছবিদেবী তাঁকে নাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ এসে সুমিদেবীকে গ্রেফতার করে। ধৃত সুমিদেবীর বাড়ি কাঁথি থানার বনমালীপুরে। অসুস্থতার জন্য মঙ্গলবারের পরে বুধবারও তাঁকে আদালতে হাজির করা যায়নি।

রোগীদের পাশে
থ্যালাসেমিয়া রোগীদের জন্য বুধবার এক ‘বসে আঁকো’ প্রতিযোগিতার আয়োজন করল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘ইনস্টিটিউট অফ হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন’। সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন থ্যালাসেমিয়া রোগীরা। প্রতিষ্ঠানের চিকিৎসকেরা জানান, এঁরা যে কোনও অংশে কারও থেকে কম নন, তা প্রমাণ করাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য।

সুস্থ হয়ে উঠছে সুকেশ
তলপেটে ঢুকে থাকা কাটারি অস্ত্রোপচার করে বের করা তেরো বছরের কিশোর সুকেশ কৈবর্তের অবস্থার উন্নতি হচ্ছে। মঙ্গলবার পুরুলিয়া সদর হাসপাতালে এই জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করা হয়। বুধবার হাসপাতালের সুপার স্বপন সরকার বলেন, “ওই কিশোরটি সুস্থ হয়ে উঠছে। এ দিন তাকে তরলখাবার দেওয়া হয়েছে। সাতদিন পর্যবেক্ষনে রাখার পরে তাকে ছেড়ে দেওয়া হবে।” হাসপাতালের বিছানায় শুয়ে থাকা.সুকেশ বলে “তাড়াতাড়ি সেরে উঠে বাড়ি ফিরতে চাই।”. তাল পাড়তে গিয়ে আঁকশির উপরে লাগানো কাটারি মঙ্গলবার সকালে রঘুনাথপুরের ডুমুরকোলা গ্রামের বাসিন্দা ওই কিশোরের পেটে বিঁধে যায়। পুরুলিয়া সদর হাসপাতালের তিনজন শল্য চিকিৎসক ওই কাটারিটি বের করেছিলেন।

শিশু চিকিৎসায়
চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে সদ্যোজাত শিশুদের চিকিৎসায় ৬ শয্যার নিওনেটাল কেয়ার ইউনিট তৈরি করছে স্বাস্থ্য দফতর। ১৫ জুনের মধ্যে সেখানে ১২ শয্যার সিক নিওনেটাল কেয়ার ইউনিটও চালু হবে বলে জানিয়েছেন এসএনসিইউয়ের কাজকর্ম দেখার জন্য তৈরি বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ত্রিদিব বন্দ্যোপাধ্যায়। চিত্তরঞ্জন শিশুসদনে একটি ২৪ শয্যার নিওনেটাল কেয়ার ইউনিট চালু করছে স্বাস্থ্য দফতর। কলকাতা মেডিক্যালেও নভেম্বরের মধ্যে ৬০ শয্যার নিওনেটাল ইউনিট শুরু হবে। ফলে কলকাতায় ১ বছরের কমবয়সী শিশুদের চিকিৎসায় অনেক শয্যা বাড়বে বলে জানান ত্রিদিববাবু।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.