জগতে তব কী মহোৎসব... | |
ভকতপ্রাণ: এ বার পঁচিশে বৈশাখ তাঁর জন্মের সার্ধশতবর্ষ উদ্যাপন। (বাঁ দিকে) সকালে জোড়াসাঁকোয় রবীন্দ্র-মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন। (ডান দিকে) ক্যাথিড্রাল রোডের উপরে মঞ্চ বেঁধে দুপুর থেকে রাত, সরকারি উদ্যোগে কবিপ্রণাম। সেখানে তাঁর ঘনিষ্ঠ বিশিষ্ট জনেদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার। ছবি: বিশ্বনাথ বণিক ও সুমন বল্লভ |