আজও বিঘ্নিত এয়ারইন্ডিয়া পরিষেবা |
পাইলটদের ধর্মঘটের জেরে আজও বিঘ্নিত এয়ার ইন্ডিয়া পরিষেবা। আধুনিকতম ড্রিমলাইনার বিমান চালানোর প্রশিক্ষণ কাদের মিলবে এই বিতর্কের জেরে গতকাল ধর্মঘটে সামিল হন এয়ারইন্ডিয়ার পাইলটরা। এর ফলে আজ এয়ারইন্ডিয়ার ২টি আন্তর্জাতিক বিমান-সহ মোট ১১টি বিমানের উড়ান বাতিল হয়েছে। তবে আজ দ্বিতীয় দফায় লেবার কমিশনারের সঙ্গে আলোচনায় বসছে পাইলটরা। আলোচনায় সমস্যার সমাধানের আসায় দু’পক্ষই। অসামরিক বিমান পরিবহনমন্ত্রী অজিত সিংহ কড়া ভাষায় কটাক্ষ করে বলেন এই ধর্মঘট অনৈতিক, বিমান পরিষেবার সর্বাধিক বেতনভুক্ত পাইলটদের আরও দায়িত্বশীল হতে হবে। তবে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। এদিকে এয়ারইন্ডিয়ার পাইলটদের ধর্মঘটকে অবৈধ বলে ঘোষণা করল দিল্লি হাইকোর্ট। শুধু তাই নয় পরবর্তি নোটিস পর্যন্ত কোনও ‘সিক লিভ’ নিতে পারবেনা পাইলটরা বলে নির্দেশ দিল্লি হাইকোর্টের।
|
প্রতারণা, গ্রেফতার তৃণমূল নেত্রীর ছেলে |
ইন্টারনেটে প্রতারণা ও টাকা তছরুপের অভিযোগে দক্ষিণ কলকাতার পাটুলি থেকে গ্রেফতার করা হল স্থানীয় প্রভাবশালী এক তৃণমূল নেত্রীর ছেলেকে। অভিযুক্তের নাম রাজা ভদ্র। কেরল পুলিশের কাছে ইন্টারনেটে প্রতারণা ও টাকা তছরুপের অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সামনে আসে রাজা ভদ্রের নাম। তার পর কলকাতা পুলিশের সহযোগিতায় গ্রেফতার হন রাজা। আজ অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হলে আদালত কেরল পুলিশের আবেদন মেনে রাজা ভদ্রকে তাদের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
|
চোরাশিকারীদের হাতে খুন বনকর্তা |
চোরাশিকারে বাধা দেওয়ায় খুন হলেন কর্ণাটকের এক বনকর্তা। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ডান্ডেলি ব্যাঘ্র প্রকল্পে। গত ৬ মে দুষ্কৃতিদের প্রহারে গুরুতর জখম হন ওই বনকর্তা। আজ মৃত্যু হল তাঁর। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ডান্ডেলি ব্যাঘ্র প্রকল্পের কাছে একটি কটেজের মালিক এই চোরাচালানের সঙ্গে যুক্ত এবং ওই কটেজটিই চোরা শিকারীদের ডেরা বলে প্রথমিক তদন্তের অনুমান।
|
‘কেশপুরেও যাইনি’ দাবি সুশান্ত ঘোষের |
‘২০০১ এর বিধানসভার নির্বাচনের পর কেশপুরেও যাইনি’ দাবি সিপিএম-এর সুশান্ত ঘোষের। হিংসার রাজনীতি সিপিএম আমদানি করেনি, আমদানি করেছিল তৃণমূল কংগ্রেস। জেলের ভিতরেও তার উপর প্রতিহিংসার রাজনীতি করেছে তৃণমূল, সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে জানালেন তিনি।
|
গ্রেফতার সক্রিয় মাওবাদী সদস্য |
পশ্চিম মেদিনীপুরের মুরাকাটির খাকরি থেকে গ্রেফতার এক সক্রিয় মাওবাদী সদস্য। নাম আশুতোষ মাহাতো। তিনি রঞ্জন মুন্ডা স্কোয়াডের সদস্য বলে জানা গিয়েছে। আজ তাকে তোলা হচ্ছে আদালতে।
|
সদ্যজাতর কিডনিতে টিউমার, সফল অস্ত্রপচার |
জন্মের আগেই শিশুর কিডনিতে ধরা পড়ে টিউমার। জন্মের পর শিশুকন্যাটির শ্বাসকষ্ট ও মূত্রের সঙ্গে রক্তক্ষরণের সমস্যা দেখা যায়। এর পর কলকাতার ইএম বাইপাসের ধারে এক বেসরকারী হাসপাতালে সফল অস্ত্রপচারে ও সুচিকিত্সায় এখন সম্পূর্ণ সুস্থ বীরভূমের মাত্র ১৬ দিনের সেই ছোট্ট বাসিন্দা।
|