ঠিকাদার প্রণব মুখোপাধ্যায় খুনে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। রবিবার কলকাতার বেলেঘাটা থেকে খোকন শর্মা এবং পার্ক স্ট্রিট থেকে শম্ভু হাজরাকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে বহরমপুর থেকে অভিজিৎ ওরফে রাজা জোয়ারদারকে গ্রেফতার করা হয়। ধৃতদের সোমবার বহরমপুর সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক তাদের তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। |
আদালতে ধৃতেরা। — নিজস্ব চিত্র। |
গত ১৯ এপ্রিল বহরমপুরের সুকান্তপল্লিতে দুষ্কৃতীদের গুলিতে খুন হন প্রণববাবু। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে খোকন শর্মাকে পুলিশ ২০০৪ সাল থেকে খুঁজছিল। নাম বদলে এত দিন কলকাতায় আত্মগোপন করেছিল সে। তার বিরুদ্ধে ১৬টি মামলার মধ্যে ১২টি-ই খুনের মামলা।” ২০০৪ সালে কান্তনগরের বাসিন্দা আজিজুল শেখ অপহরণের পরে খুন হন। ওই ঘটনায় পুলিশ খোকন শর্মাকে গ্রেফতার করে। আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন করেছিল সে। খবর পেয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন স্কোয়াড বেলেঘাটা চত্বর থেকে খোকন শর্মাকে ও পার্ক স্ট্রিট এলাকা থেকে শম্ভু হাজরাকে গ্রেফতার করে।
দীর্ঘ ৮ বছর পরে খোকন শর্মাকে গ্রেফতার জেলা পুলিশের বড় সাফল্য। পলাতক থাকায় খোকন শর্মার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। |