বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। কালনা ২ ব্লকের সাতগাছিয়া পঞ্চায়েত এলাকার মালপাড়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, কার্তিক হালদার (৫৫) নামে ওই ব্যক্তি গ্রামের ছ’জনের সঙ্গে একটি ম্যাটাডোরে চেপে সম্প্রতি অসমে গিয়েছিলেন চারাপোনা বিক্রির উদ্দেশে। বিক্রি শেষে রবিবার বাড়ি ফিরছিলেন তাঁরা। ফেরার পথে প্রত্যেকেই বসেছিলেন ম্যাটাডোরের মাথায়। পূর্বস্থলীর হেমায়েতপুর মোড়ের কাছে তাঁদের গাড়ির আগে আগে যাচ্ছিল একটি ডাম্পার। ডাম্পারটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। তার সমেত খুঁটি কিছুটা নুয়ে পড়লে তারে বিদ্যুৎস্পৃষ্ট হন ম্যাটাডোরের মাথায় বসে থাকা দু’জন। তাঁদের মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই মৃত্যু হয় কার্তিকবাবুর। প্রদীপ হাওলাদার নামে অপর জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। সোমবার বর্ধমান মেডিক্যালে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে।
|
পূর্বস্থলীর জামালপুর গ্রামে বুড়োরাজ মেলায় তাজা বোমা নিয়ে ঢুকতে গিয়ে সোমবার ধরা পড়ল এক যুবক। পুলিশ জানিয়েছে, ধৃত রাখাল হাজরার বাড়ি কাটোয়ার কুলগাছি গ্রামে। তার কাছ থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এ দিন দুপুরে ওই যুবক একটি ব্যাগে বোমাগুলি নিয়ে মেলা প্রাঙ্গণে ঢুকতে গেলে পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে। পূর্বস্থলী থানা সূত্রে জানা গিয়েছে, বোমাগুলি দ্রুত নিষ্ক্রিয় করা হবে। শুধু বোমা নয়। রবিবার মেলা উপলক্ষে কয়েক জন ভক্তকে পাইপগান নিয়েও মেলার আশেপাশে নাচানাচি করতে দেখা গিয়েছে। পুলিশ কেন তাদের গ্রেফতার করল না তা নিয়ে প্রশ্ন উঠেছে। মহকুমা পুলিশের এক আধিকারিকের অবশ্য দাবি, “আগ্নেয়াস্ত্র নিয়ে কেউ মেলা প্রাঙ্গণে ঢুকেছে, এমনটা আমাদের চোখে পড়েনি।
|
রাজ্যে ‘পরিবর্তন’ হয়েছে। তবু পরিস্থিতি কার্যত অপরিবর্তিত রেখে কালনা দক্ষিণ চক্র প্রাথমিক শিক্ষক সমবায় ক্রেডিট সোসাইটির পরিচালন কমিটি নিজেদের দখলে রেখে দিল সিপিএম। এত দিন সেখানে ভোট হয়নি। সিলেকশন পদ্ধতিতে পরিচালন সমিতির পদাধিকার ঠিক করা হত। তৃণমূল এ বার নির্বাচনের দাবি জানায়। রবিবার ছিল সেই নির্বাচন। ফল বেরোতে দেখা যায়, ৯টি আসনের মধ্যে ৭টি নিজেদের দখলে রেখেছে সিপিএম। বাকি দু’টি আসনে জয়লাভ করে তৃণমূল। ব্লক প্রশাসন সূত্রে খবর, নির্বাচনে ভোট দেন ২৯২ জন। সর্বোচ্চ ভোট পেয়েছেন সিপিএম মনোনীত প্রার্থী পরেশ বন্দ্যোপাধ্যায়।
|
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্স পর্যায়ের ম্যাচগুলি শেষ হল। শেষ ম্যাচে পারবীরহাটা নেতাজি সঙ্ঘ ৭১ রানে হারায় সুব্রত স্মৃতি সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে নেতাজি করে ২০ ওভারে ১৬৪-৬। দলের শুভম চট্টোপাধ্যায় করেন ৭৫। সুব্রতর হয়ে বোলিংয়ে সফল দীপক বারোই ও বিকাশ ভার্মা। তাঁরা যথাক্রমে ২৪ ও ২৫ রানে ২টি করে উইকেট পেয়েছেন। সুব্রত ১৬.৫ ওভারে ৯৩ রান করে। নেতাজির সাগর বাল্মীকি ১৬ রানে ৩, শুভম চট্টোপাধ্যায় ১৭ রানে ৩, রামিজ হোসেন ২ রানে ২ উইকেট দখল করেন। পয়েন্টের নিরিখে এ বার খেতাব জিতেছে আদিত্য। তারা পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে। ১৩ বছর পরে তারা ফের প্রথম ডিভিশনে উঠেছে। তাদের সঙ্গে এই প্রথম ডিভিশনে উঠেছে আরএইউসি। তারা পাঁচটি ম্যাচে আট পয়েন্ট পেয়েছে। তৃতীয় হয়েছে জাতীয় তাদের পয়েন্ট ৬। নেতাজির স্থান চতুর্থ। |