অশোকনগরের আকাশে ‘ফায়ার থ্রোট’! ঘন নীল রঙের পিঠ আর টকটকে লাল গলা, রবিন প্রজাতির এই পাখিটির ঠিকানা ১২ থেকে ১৪ হাজার ফুট উচ্চতায় চিনের সিচুয়ান এবং ইয়ুনান প্রদেশের পাহাড়ি জঙ্গলে। দেখা মেলে দক্ষিণ-পূর্ব তিব্বতেও। চড়ুই আকৃতির পরিযায়ী এই পাখিরা পাহাড়ে প্রবল শীত পড়লে কখনও বা নেমে আসে অরুণাচলের জঙ্গলে। তবে গাঙ্গেয় বাংলায় ফায়ার থ্রোটের দেখা পাওয়া ‘বিরলতম অভিজ্ঞতা’, বলছে বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। চিকিৎসক ও পক্ষিপ্রেমী কণাদ বৈদ্যের বাড়ির কাছে অশোকনগরে সম্প্রতি ছবিটি তুলেছেন অভিষেক দাস। |