মেট্রো স্টেশনের নামবদলের ধারায় এ বার পালা গিরিশ পার্কের। তবে গিরিশ পুরোপুরি উৎখাত হচ্ছেন না। ঠাকুরবাড়িকে পাশে নিয়ে থাকছেন তিনিও। ওই মেট্রো স্টেশনের নাম হচ্ছে ‘গিরিশ পার্ক জোড়াসাঁকো ঠাকুরবাড়ি’। সোমবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও রাজ্যের পর্যটন দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ কথা জানান। |
জোড়াসাঁকোয় মমতা। নিজস্ব চিত্র। |
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে এ দিন ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আজ আমি বিশ্বতীর্থের সব থেকে বড় তীর্থে এসেছি। আগে অনেক চেষ্টা করেছি। কিন্তু এই সুযোগ পাইনি।” তাঁর মতে, লোকে রবীন্দ্রনাথ বলতে শান্তিনিকেতনকে যতটা চেনেন, জোড়াসাঁকোকে ঠিক ততটা নয়। জোড়াসাঁকোকে পৃথিবীর মানুষের আরও কাছে পৌঁছে দিতে হবে। সেই জন্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণের উপরে জোর দেন তিনি। মমতা বলেন, “এই কাজে সব ধরনের সাহায্য করবে রাজ্য সরকার। অনেক সময় চলে গিয়েছে। এখনও যদি আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করতে না-পারি, তা হলে পৃথিবীর ইতিহাস আমাদের ক্ষমা করবে না।”
উদ্বোধনের পরেও কিছু ক্ষণ অনুষ্ঠান দেখেন মুখ্যমন্ত্রী। পরে উদ্যোক্তাদেরই মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের বিষয় জানান তিনি। সঙ্গে জানান, ওই ক্যাম্পাসে ঊনবিংশ ও বিংশ শতকের জোড়াসাঁকোর সংস্কৃতি নিয়ে ‘আলো ও ধ্বনি’র অনুষ্ঠান হবে। মুখ্যমন্ত্রীর এই দু’টি ঘোষণা মঞ্চে জানান উদ্যোক্তারা। |