টুকরো খবর
কেন্দ্রকে অযথা হয়রান নয়, পরামর্শ প্রদীপের
কেন্দ্রীয় সরকার নানা ভাবে এই রাজ্যকে সাহায্য করছে। অথচ, কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল কেবলই ক্ষোভ প্রকাশ করে চলেছে। বর্ধমানের কাটোয়ায় কাশীরাম দাস বিদ্যায়তনের মাঠে মহকুমা কর্মী সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের পরামর্শ, “হাতের লক্ষ্মী পায়ে ঠেলবেন না। এতে রাজ্যের অমঙ্গলই হবে।” এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে বকেয়া ঋণের সুদ স্থগিত নিয়ে সদর্থক আলোচনা হয়েছে তৃণমূল সাংসদদের। রাজ্যে অর্থ সঙ্কট চলছে। কেন্দ্র সুদ মকুব করে দিলে আমরা খুশিই হব।” এ দিনের সভায় তাঁর দাবি, পার্ক স্ট্রিট, কেতুগ্রাম থেকে ব্যঙ্গচিত্র পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সিদ্ধান্তকে বাংলার মানুষ ভুল বলে মনে করছে। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সরকার ভুল করলে তার সমালোচনা করবেন। ভয়ে পিছিয়ে যাবেন না।”

গাড়ি আটকে, গুলি ছুড়ে টাকা ছিনতাই
এলোপাথাড়ি গুলি ছুড়ে, গাড়ি আটকে কয়েক লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে বলে আসানসোল (দক্ষিণ) থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যবসায়ী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গোপালপুরের ওই ব্যবসায়ী নিতীশ সোহাকারিয়া লিখিত অভিযোগে জানান, শনিবার রাতে নিজের গাড়িতে করে আসানসোলের পাইকারি বাজার থেকে কয়েক লক্ষ টাকা তুলে বরাকরের দিকে যাচ্ছিলেন তিনি। ময়দাকলের কাছে ৪ জন দুষ্কৃতী পেছন দিক থেকে দুটি মোটর সাইকেলে করে এসে তাঁদের গাড়ি আটকায় ও এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। গাড়ির চালক করম বিশ্বকর্মা ও তাঁর কর্মী গোপাল নায়েক আহত হন।এর পরেই পালায় দুষ্কৃতীরা। আহতদের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। করমবাবুর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
কাটোয়ার করুই গ্রামে শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল জগন্নাথ মাঝির (৪৭)। তিনি করুই গ্রামেরই বাসিন্দা। শুক্রবার রাতে ঝড়ে গ্রামের মাঠে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। অসাবধানতায় সেই তারে জগন্নাথবাবু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.