|
|
|
|
|
|
তিনি বলেন
|
রাত সাড়ে দশটার কিছু আগে ট্যাক্সিতে উঠলে
যেমন বেশি ভাড়া নিতে পারবেন না চালক,
তেমনই ভোর সাড়ে চারটের পাঁচ মিনিট আগে
উঠলেও অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য থাকবেন যাত্রী। |
ভগবতীপ্রসাদ গোপালিকা |
প্রসঙ্গ ট্যাক্সির নৈশ ভাড়া |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৬ ও ৯।
শুভ দিন: সোম, মঙ্গল ও শুক্র।
শুভ রং: সাদা, লাল ও সবুজ।
শুভ রত্ন: রক্তপ্রবাল, মুক্তো, পীত পোখরাজ, টোপাজ ও চুনি।
স্বাস্থ্য ভালই থাকবে। তবে, শারীরিক স্থূলতা বিষয়ে সতর্ক হবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও বদলির সম্ভাবনা। একাধিক উপায়ে উপার্জন বাড়বে। অতিরিক্ত সারল্য বিপদের কারণ হতে পারে। অন্যের উপকার করেও স্বীকৃতি পাবেন না। ব্যবসায় সৌভাগ্য ফিরবে। ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। সন্তানের প্রতিভার বিকাশ ও সাফল্য। সম্পত্তি কেনার চেষ্টা সফল হবে। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
সঙ্কটে বহু কলেজ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থ সাহায্যের ভরসায় নূতন সুপারিশ কার্যকর করিয়া কলেজগুলি ফ্যাসাদে পড়িয়াছে। তিন বছরে টাকা খরচ হইলেও সরকারী সাহায্যের নামগন্ধ নাই। কমিশনের ১৯৬০-৬১ সনের বিবরণী অনুসারে ৬৬৮টি অনুমোদিত কলেজকে ডিগ্রী কোর্স চালু বাবদ ২ কোটি ৯৮ লক্ষ টাকা দেওয়া হইয়াছে। নিয়মমাফিক কলেজগুলিও বিশ্ববিদ্যালয় ও সরকারী কর্তৃপক্ষকে হিসাব দাখিল করিয়াছেন। কিন্তু ফাইল পরীক্ষা শেষ হয় নাই। অথচ, ইহাদের সার্টিফিকেট ছাড়া কলেজগুলি টাকা পাইবে না।
— আনন্দবাজার পত্রিকা, ২৭ এপ্রিল ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|