আজকের শিরোনাম
উত্তপ্ত তরাই-ডুয়ার্স, মহাকরণে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী
গোর্খা জনমুক্তি মোর্চার অনির্দিষ্ট কালের জন্য ডাকা বনধকে কেন্দ্র করে ওদলাবাড়ি ৩১নং জাতীয় সড়কের মোড়ে সংঘর্ষ বাধে বনধ সমর্থক ও বিরোধীদের মধ্যে। শুরু হয় ইট ছোড়াছুড়ি। কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পাশাপাশি বনধ ঘিরে উত্তেজনা ছড়ায় বানারহাটেও। দোকান খোলায় বনধ সমর্থকেরা ৭টি দোকানে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি গাড়িতে। আর তার পরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ শূন্যে ২ রাউন্ড গুলি ছুঁড়েছে বলেও অভিযোগ। যদিও পুলিশ এই গুলি চালানোর কথা অস্বীকার করেছে। এখনও এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। অন্য দিকে ভরা মরসুমে পর্যটকদের ভিড় রয়েছে পাহাড় ও ডুয়ার্স জুড়ে। বনধের জেরে বহু পর্যটক আটকে পড়েছেন পাহাড়ে। এদের অনেকেই তড়িঘড়ি ফেরার কথা ভাবছেন। দুপুর ১২.৪০ নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘‘উভয় পক্ষকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনুরোধ করছি। আমরা আবেদন করছি তাঁরা যেন সংযত থাকেন। এমন কোনও আচরণ করবেন না যাতে শান্তি বিঘ্নিত হতে পারে। নতুন করে কোনও পক্ষকেই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মিটিং-মিছিল করার অনুমতি দেওয়া হবে না।’’ পাশাপাশি তিনি জানান, এত ছোট ঘটনা নিয়ে উতলা হওয়ারও কোনও কারণ নেই।

জোকায় সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী
আজ জোকায় মেট্রো রেলের (জোকা-বিবাদি বাগ) ‘গার্ডার লঞ্চিং’ অনুষ্ঠানে এসে কান্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায় সাংবাদিক সম্মেলন করেন। শ্রীরায় জানিয়েছেন আগামী ৩০ মাসের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক ভাবে জোকা থেকে মঝেরহাট পর্যন্ত মেট্রো খুব শীঘ্রই চালু করা হবে। কলকাতা মেট্রোতে নতুন স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থায় এ বার থেকে ৪ মিনিট অন্তর মেট্রো চলবে বলেও তিনি জানিয়েছেন। এ ছাড়াও বরাহনগর থেকে দক্ষিণেশ্বর, নিউ গড়িয়া থেকে দমদম বিমান বন্দর, বরাহনগর থেকে ব্যারাকপুর-সহ বেশ কয়েকটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। নতুন প্রকল্পের পাশাপাশি তিনি রেলের সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে ট্রেন সুরক্ষা সতর্কীকরণ ব্যবস্থা (ট্রেন প্রোটেকশন ওয়ার্নিং সিস্টেম) চালু করার কথা ঘোষণা করেন।

শ্যামল চক্রবর্তীর সাংবাদিক বৈঠক
সারা দেশের শ্রমিকদের অধিকার নিয়ে সরব হলেন প্রবীণ সিটু নেতা শ্যামল চক্রবর্তী। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন দেশের অধিকাংশ কারখানায় চুক্তি ভিত্তিক শ্রমিক নিয়োগ করার ফলে শ্রমিকরা প্রভিডেন্ড ফান্ড থেকে শুরু করে চিকিত্সা সব রকম সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, শহরে তাঁদের থাকার ন্যূনতম সুবিধা নেই, প্রাপ্য মজুরিও তাঁরা পাচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন। এই পরিস্থিতির জন্য বর্তমান ইউপিএ সরকারকে দায়ী করে তার কড়া সমালোচনা করেছেন শ্যামলবাবু।

ক্ষণিকের বৃষ্টিতে কিছুটা স্বস্তি শহরে
আজ ভোরে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে কিছুটা বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন শহরবাসী। আবহাওয়াবিদরা জানিয়েছেন স্থানীয় মেঘের সঞ্চারেই এই বৃষ্টিপাত হয়েছে। তবে তাপমাত্রা কমার এখনই কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির জন্য আরও ৪৮ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে বলে অভিমত আবহাওয়া দফতরের।

ঝাড়গ্রামে মাওবাদীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার
ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনের পাশে জনসাধারণ কমিটির এক কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মঙ্গল মাহাত। মাওবাদীদের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশবাহিনী পৌঁছেছে।

ডায়মন্ড হারবারে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ
আজ সকালে ডায়মন্ড হারবারের ৯ নং ওয়ার্ডে একটি স্থানীয় পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। যুবকের নাম সৌরভ হালদার বলে জানা গিয়েছে। শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সৌরভকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত পরিষ্কার ভাবে মৃত্যুর কারণ জানা যাচ্ছে না।

দঃ দিনাজপুরে আত্রেয়ী নদীতে যুবকের দেহ উদ্ধার
আজ সকালে দঃ দিনাজপুরে আত্রেয়ী নদীতে এক যুবকের পচা-গলা দেহ ভাসতে দেখা যায়। মৃতদেহটির অবস্থা এতটাই খারাপ যে দেহটি শনাক্ত করা যাচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.