|
|
|
|
তবু সমিতি গড়ার আশায় তৃণমূল |
বিধাননগর পুরসভার স্কুলে জিতল বামেরা |
নিজস্ব সংবাদদাতা |
বিধাননগর পুরসভা তৃণমূলের দখলে। কিন্তু সেই পুরসভার স্কুলের পরিচালন সমিতির অভিভাবক নির্বাচনে জয়ী হল বামপন্থীরা। রবিবার ওই স্কুলের পরিচালন সমিতির অভিভাবক নির্বাচন হয়। মোট তিনটি আসনের সব ক’টিতেই জয়ী হন সিপিএম
সমর্থকরা। গত সপ্তাহে ওই স্কুলের পরিচালন সমিতির শিক্ষক এবং অশিক্ষক কর্মী নির্বাচনেও সিপিএম সমর্থকরাই জয়ী হয়েছিলেন। ওই স্কুলের পরিচালন সমিতিতে শিক্ষক আসন ২টি এবং অশিক্ষক কর্মীর আসন ১টি। তিনটিতেই জেতেন সিপিএম সমর্থকরা। যদিও এর পরেও স্কুলের পরিচালন সমিতির বোর্ড তৃণমূলই গঠন করবে বলে দাবি করেছেন পুরসভার চেয়ারম্যান পারিষদ অশেষ মুখোপাধ্যায়। সিপিএম অবশ্য ওই দাবির সঙ্গে সহমত নয়।
প্রসঙ্গত, বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের পরিচালন সমিতি ১৩ জন সদস্যের। তিন জন অভিভাবক, দু’ জন শিক্ষক, এক জন অশিক্ষক কর্মী, চার জন পুরসভার প্রতিনিধি, এক জন সরকারের প্রতিনিধি, এক জন অধ্যক্ষ এবং এক জন ‘পারসন ইনটারেস্টেড ইন এডুকেশন’ (পিআই)।
এ দিন নির্বাচনের সময় স্কুল চত্বরে বিধাননগর পুরসভার চেয়ারম্যান পারিষদ অনুপম দত্ত, প্রাক্তন চেয়ারপার্সন অনিতা মণ্ডল-সহ তৃণমূলের অনেক সক্রিয় কর্মী-সমর্থককেই দেখা যায়। অশেষবাবুর অবশ্য ব্যাখ্যা, অনুপমবাবু এবং অনিতাদেবী নির্বাচন দেখতে গিয়েছিলেন। তৃণমূলের আর কেউ সেখানে যাননি।
সিপিএমের বিধাননগর আঞ্চলিক কমিটির সম্পাদক সৌমেন চক্রবর্তীর পাল্টা বক্তব্য, “স্কুলের পরিচালন সমিতির নির্বাচন হওয়া সত্ত্বেও
তৃণমূল বহিরাগতদের নিয়ে ভোট করাতে এসেছিল। কিন্তু অভিভাবকরা বামপন্থীদেরই জিতিয়েছেন। অভিভাবকদের ধন্যবাদ। আসলে চার দিকে যা চলছে, এই নির্বাচনে তার প্রভাব পড়েছে।” |
|
|
|
|
|